শেষ আপডেট: 25th March 2025 08:13
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ইডেন গার্ডেনসে কলকাতা-বেঙ্গালুরুর ম্যাচ (IPL) চলাকালীন পুলিশের নিরাপত্তা বলয় টপকে স্টেডিয়ামে ঢুকে পড়েছিলেন এক যুবক। জড়িয়ে ধরেছিলেন তাঁর 'গুরুদেব' বিরাট কোহলির পা। যার জন্য পুলিশ তাঁকে গ্রেফতার (Arrest) করে। সেই ঋতুপর্ণ পাখিরার অন্তর্বর্তী জামিনের (Virat Fan Bail) আবেদন মঞ্জুর হয়েছে সোমবার।
রবিবার যখন ঋতুপর্ণকে সিজেএম আদালতে তোলা হয় সেই সময়ে তিনি বলেছিলেন, "আমি বিরাটের ফ্যান। আমার ছোটবেলার স্বপ্ন একবার তাঁর পা ছোঁয়ার।"
বিচারক বিজয়িতা দে তাঁকে পাল্টা পরামর্শ দিয়ে বলেন "এটা কারও স্বপ্ন হতে পারে না! বিরাটের মতো হওয়ার চেষ্টা করো।" সোমবার এই মামলায় জামিন পেয়েছে ঋতুপর্ণ। তবে শর্ত দেওয়া হয়েছে আইপিএল চলাকালীন ইডেন বা তার আশেপাশের এলাকায় যেতে পারবেন না তিনি।
শনিবার ইডেনে তখন কান পাতা দায়। 'বিরাট, বিরাট' চিৎকারে গলা মেলাচ্ছে অনুরাগীরা। এদিকে কোহলির ব্যাটে রানের বাহার। সেই সময়ই আচমকা নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়েন এক ঋতুপর্ণ। প্রিয় খেলোয়াড়ের পা ধরে শুয়ে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই যুবককেই ক্রিমিনাল ট্রেসপাসিং সেকশনে গ্রেফতার করে (Virat Kohli Fan Arrested) ময়দান থানার পুলিশ।
বর্ধমানের জামালপুর থানা এলাকার বাসিন্দা ঋতুপর্ণ। ছেলে জামিন পেতেই সোমবার মা কাকলি পাখিরার প্রতিক্রিয়া, ''যে স্বপ্নপূরণের জন্য ছেলে জেল খাটল, সেই স্বপ্ন ছেলেকে পূরণ করতেই হবে।''
বাবা মহাদেব পাখিরা বলেন, ''আমার ছেলে ক্রিকেট পাগল। বিরাট কোহলিকে ও ভগবান ভাবে। আমার ছেলেও দেশের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখে। ছেলের স্বপ্নপূরণের জন্য আমি সমস্ত রকম ভাবে স্বার্থত্যাগ করতে প্রস্তুত।"