শেষ আপডেট: 4th February 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের দুই মহারথী হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এই দুই ক্রিকেটারের জন্যই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। শোনা যাচ্ছে, এই টুর্নামেন্টই ভারতের এই দুই ক্রিকেটারের ওয়ানডে ভবিষ্যত নির্ধারণ করবে। গত কয়েকমাস ধরেই ওয়ানডে ক্রিকেট থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসর নিয়ে আলোচনা চলছে। আর সেকারণেই আপাতত এই জল্পনা শুরু হয়েছে। ১২ বছর পর যদি আবারও ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিততে হয়, তাহলে এই দুই ক্রিকেটারকে অবশ্যই রান করতে হবে।
ওয়ানডে ক্রিকেট থেকে রোহিত এবং বিরাটের অবসর নিয়ে ইতিমধ্যে গুঞ্জন উঠতে শুরু করেছে। শোনা যাচ্ছে, আইসিসি-র এই ৫০ ওভারের মেগা ইভেন্টই এই ২ ক্রিকেটারের কেরিয়ারে শেষ টুর্নামেন্ট হতে চলেছে। এই ব্যাপারে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই অনুমান করছেন, টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর ওয়ানডে ক্রিকেট থেকেও কোহলি এবং রোহিতের রিটায়ারমেন্ট আসন্ন হয়ে গিয়েছে। ২০২৩ সালে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে রোহিত এবং বিরাটকে আর খুব বেশি একদিনের ক্রিকেট ম্য়াচ খেলতে দেখা যায়নি। সেকারণেও এই গুঞ্জন উঠতে শুরু করেছে।
একদিনের ক্রিকেট বিশ্বকাপের পর থেকে ভারতের এই দুই ব্যাটার তিনটে ওয়ানডে খেলেছেন। গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতেই বিরাট-রোহিত তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলেছিলেন। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা সর্বাধিক ১৫৭ রান করেছিলেন।
যদি বিরাটের কথা বলতে হয়, তাহলে এই সিরিজে তিনি মাত্র ৫৮ রানই করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারত ২০২৭ সালে ফের একদিনের ক্রিকেটে সবথেকে বড় টুর্নামেন্ট খেলবে। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এই টুর্নামেন্ট শুরু হতে এখনও অনেকটাই সময় বাকি রয়েছে। ততদিনে অবশ্য রোহিত শর্মা ৪০ বছর বয়সে পা রাখবেন। আর বিরাট কোহলি ৩৯ বছর বয়সে। বয়সের কথা মাথায় রেখে নির্বাচকরা কী সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটাই আপাতত দেখার।