Latest News

ভামিকার ২ বছরের জন্মদিন, ‘আমার হৃদস্পন্দন…’ খেলা থেকে ফিরে পোস্ট করলেন বিরাট

দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে ২ বছর বয়স হয়ে গেল ছোট্ট ভামিকার। বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার (Anushka Sharma) মেয়ে ভামিকার মুখ এখনও দেখেননি নেটপাড়ার লোকজন। যখনই বিরাট বা অনুষ্কা মেয়ের ছবি পোস্ট করেছেন, কোনও না কোনও ভাবে আড়াল করেছেন মুখটা। আজও তেমনই ছবি পোস্ট করলেন দুজনেই।

আজ, বুধবার মেয়ের জন্মদিনে একদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি ফিরলেন বিরাট। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচ খেলেই চলে এসেছেন তিনি। এদিন তিনি মেয়ের সঙ্গে আদুরে মুহূর্তের ছবি পোস্ট করেন টুইটারে। লেখেন, আমার হৃদস্পন্দন দু’বছরের হয়ে গেল।

অন্যদিকে ভামিকার জন্মদিনে একটি ছবি পোস্ট করেছেন অনুষ্কা শর্মাও। তিনি ক্যাপশনে লিখেছেন, দু’বছর আগে আমার হৃদয় বড় হয়ে গিয়েছিল।  

Image - ভামিকার ২ বছরের জন্মদিন, 'আমার হৃদস্পন্দন...' খেলা থেকে ফিরে পোস্ট করলেন বিরাট

এর আগেও মেয়েকে নিয়ে ছবি পোস্ট করেছিলেন বিরাট। দু’দিন আগেই দেখা গিয়েছিল, মা-বাবার হাত ধরে বিচে হাঁটছে ছোট্ট ভামিকা।

প্যান্ট না পরেই ট্রেনে উঠে পড়লেন যাত্রীরা, বাদ গেলেন না মেয়েরাও! কোথায় ঘটল এমন আজব কাণ্ড

You might also like