বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma)—টিম ইন্ডিয়ার দুই অভিজ্ঞ ব্যাটসম্যান যেভাবে পাঁচ দিনের মধ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন, তাও ইংল্যান্ড সফরের আগে, তাতে দল বাছাইয়ে দুজনের বিকল্প খুঁজতে নির্বাচকদের বেগ পেতে হবে। এমনটাই মনে করেন প্রাক্তন নির্বাচক প্রধান সন্দীপ পাতিল (Sandeep Patil)।
ফাইল চিত্র
শেষ আপডেট: 13 May 2025 16:18
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma)—টিম ইন্ডিয়ার দুই অভিজ্ঞ ব্যাটসম্যান যেভাবে পাঁচ দিনের মধ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন, তাও ইংল্যান্ড সফরের আগে, তাতে দল বাছাইয়ে দুজনের বিকল্প খুঁজতে নির্বাচকদের বেগ পেতে হবে। এমনটাই মনে করেন প্রাক্তন নির্বাচক প্রধান সন্দীপ পাতিল (Sandeep Patil)।
যদিও এর পাশাপাশি আগামী দিনে এগিয়ে যেতে হলে এই ভাঙাগড়া জরুরি ছিল বলেই মনে করেন সন্দীপ। চারিদিকে বিরাট, রোহিতের আকস্মিক অবসর নিয়ে চর্চা, বিতর্ক শুরু হলেও তাঁর বিশ্বাস, টিম ইন্ডিয়ার ‘পুনর্গঠন’ এর ফলে অনেক সহজে করা সম্ভব।
প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও একাধিকবার ভারতীয় দল তারকা ক্রিকেটারদের অবসরের ফলে উথালপাথাল অবস্থার মধ্য দিয়ে গিয়েছে। ২০১৩ সালে যখন শচিন তেন্ডুলকর অবসর (Sachin Tendulkar Retirement) নেন, তখন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ছিলেন সন্দীপ পাতিল (Sandeep Patil)। ২০১২-১৬ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন। সেই সময় শচিনের অবসরের পর বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীর, জাহির খানের মতো একাধিক ক্রিকেটারদের দল থেকে বাদ দেওয়া হয়। এর জেরে ভারতীয় ক্রিকেট এক রূপান্তরের দেখেছিল। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজাদের মতো ক্রিকেটার দলের পরিবর্তনে বড় ভূমিকা নেন।
এবার একইভাবে বিরাট, রোহিতের সরে আসার পর যে শূন্যস্থান তৈরি হয়েছে, সন্দীপের মতে, তা আগামী দিনে পূরণ করা সম্ভব। তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেটের দুটি স্তম্ভ সরে গেল। এবার নতুন করে গড়ে তোলার সময়। এটা অবশ্যই জাতীয় নির্বাচকদের কাছে মাথাব্যথার কারণ। কিন্তু আমার স্থির বিশ্বাস, একটা উপায় বের করা সম্ভব। আমাদের জমানাতেও পাঁচ-ছয় জন অভিজ্ঞ ক্রিকেটারদের দল থেকে বাদ দেওয়া হয়। কিন্তু নতুন ক্রিকেটাররা সেই ফাঁকা জায়গা ভালভাবে পূরণ করেছিল। একজন যায়, অন্যজন চলে আসে।‘
কোহলি, রোহিতের সঙ্গে কাজ করেছেন সন্দীপ। সেই স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর মন্তব্য, ‘এমএস ধোনি ও বিরাট কোহলির সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছি। আলাদা ব্যক্তিত্ব ও চরিত্রের খেলোয়াড়। কিন্তু দুজনেই দুর্দান্ত। কারও সঙ্গেই কোনও বিবাদ, তর্ক-বিতর্ক হয়নি। একজন বরফের গোলা, অন্যজন আগুনের শলাকা!’