ভিনেশ ফোগত
শেষ আপডেট: 10 August 2024 18:10
দ্য ওয়াল ব্যুরো: ফাইনালে উঠেও তাঁকে বাতিল হতে হয়েছে। ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিক্সে পদক জয় হাতছাড়া হয়েছে ভিনেশ ফোগতের। কিন্তু তিনি রুপোর পদকের দাবিতে আদালতের দারস্থ হয়েছিলেন। তাহলে তিনি কি রুপো পাবেন? লাখ টাকার প্রশ্নটা ঘোরাফেরা করছিল। প্যারিসের আন্তর্জাতিক ক্রীড়া আদালতে শনিবার এই নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও তা হয়নি।
একদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে এই মামলার রায়দান। রবিবার অর্থাৎ ১১ আগস্ট এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবারের মতো রবিবার রাত সাড়ে ৯টায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে তা প্রকাশ্যে আনা হতে পারে ১৩ আগস্ট। অলিম্পিক্স পুরোপুরি শেষ হওয়ার অপেক্ষা করা হবে।
ভিনেশ যে রুপো পেতে পারেন, সেই বিষয়ে জোরের সঙ্গে জানিয়েছিলেন ভারতের দুই আইনজীবী হরিশ সালভে ও বিদুস্পত সিঙ্ঘানিয়া। তাঁরা আন্তর্জাতিক আদালতের কাছে প্রশ্ন তুলেছিলেন, কেন ভিনেশকে রুপো দেওয়া হবে না? তাঁরা সমস্বরে জানিয়েছেন, ভিনেশ সারা টুর্নামেন্টে যোগ্যতার সঙ্গে এগিয়েছেন। তিনি কোনও ছলচাতুরির আশ্রয় নেননি। তাঁর বিষয়টি বিবেচনা করা উচিত।
ভারতের বিশিষ্ট দুই আইনজীবীর কথা মন দিয়ে শুনেছিলেন আন্তর্জাতিক আদালতের বিচারক অ্যানাবেল বেনেট। তিনিও বিষয়টি মন দিয়ে শুনেছেন। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ বলেছিলেন, ভিনেশের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক সন্দেহ নেই। ভিনেশ যথেষ্ট যোগ্য, কিন্তু নিয়মের বাইরে তো কেউ নন। কারণ অলিম্পিক্সের মতো মেগা আসরে নিয়মের তারতম্য করা যায় না। আর তাছাড়া এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে এক সেকেন্ডের একশো ভাগের হিসেব নির্ধারণ করে সোনা দেওয়া হয়েছে, সেখানে অন্য নিয়ম চলে কী করে!
আইওসি প্রধান যে এবারের অলিম্পিক্সে ১০০ মিটার দৌড়ের কথা বলেছিলেন, সেটি পরিষ্কার। এবার ১০০ মিটারে নোয়া রাইলস জিতেছেন কিশানে থম্পসনকে হারিয়ে। লাইলস ও কিশানে দু’জনেই ৯.৭৯ সেকেন্ড সময় করেছেন, কিন্তু সেকেন্ডের ভগ্নাংশের বিচারে নোয়া বাজিমাত করেছেন।
দুই আইনজীবীর সঙ্গে ছিলেন প্যারিসেরও চার আইনজীবী। মোট ছ’জন সওয়াল করেছিলেন ভিনেশের হয়ে। এও জানানো হয়েছে, ভিনেশকে যৌথভাবে রূপো দেওয়া হোক। তিনি দুই কেজি ওজন সততার সঙ্গে কমাতে চেয়েছিলেন, কিন্তু সেটি পারেননি। এটা নিয়েই বিতর্ক ছিল। তাঁকে ফ্রিস্টাইল কুস্তির ৫০ কেজি ইভেন্টের ফাইনালে নামতে দেওয়া হয়নি। এখন এটাই দেখার রবিবার আদৌ কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা।