শেষ আপডেট: 6th August 2024 16:28
দ্য ওয়াল ব্যুরো: অনবদ্য ভিনেশ ফোগত। তিনি কোয়ার্টার ফাইনালে বিশ্বের একনম্বরকে হারানোর পরে সেমিফাইনালে গেলেন ইউক্রেনের কুস্তিগিরকে হারিয়ে। দারুণ ছন্দে রয়েছেন এই অগ্নিকন্যা। ভিনেশ সেমির টিকিট পেলেন ওকসানা লিভাচের বিরুদ্ধে। ভিনেশের পয়েন্টের ব্যবধান ৭-৫।
ভারতের নামী কুস্তিগির ভিনেশ ফোগত হারালেন বিশ্বের একনম্বর কুস্তিগির জাপানের ইয়ু সুসাকির বিরুদ্ধে। তিনি লড়াই জিতলেন ৩-২ ব্যবধানে।
ভিনেশ জিতে প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছিলেন। ভিনেশ খেলেছেন আক্রমণাত্মক ভঙ্গিতে।
ভিনেশ হলেন সেই তারকা, যিনি একটা সময় দেশের কুস্তিগিরদের সঙ্গে ব্রিজভূষণ কাণ্ডে আন্দোলন করেছিলেন। কিন্তু তিনি পাশাপাশি অলিম্পিক্সের জন্য প্রস্তুতিও চালিয়ে গিয়েছেন। যেটি করেন বজরং পুনিয়া ও সাক্ষী মালিকরা। সেই কারণে ওই তারকা কুস্তিগিররা অলিম্পিক্সের ট্রায়ালে ডাক পাননি। যোগ্যতামান পেরতে পারেননি তাঁরা।