Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
Vinesh Phogat

রুপো কি পেতে পারেন? আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ ভিনেশ

ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং জানিয়ে দিয়েছে, নিয়ম সকলের জন্যই সমান। কারও জন্যই নিয়মের বাইরে যাওয়া সম্ভব নয়।

রুপো কি পেতে পারেন? আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ ভিনেশ

ভিনেশ ফোগাত

শেষ আপডেট: 7 August 2024 18:52

দ্য ওয়াল ব্যুরো: তিনি ইতিহাস তৈরি করে কুস্তির ৫০ কেজির ফাইনালে উঠেছিলেন। কিন্তু বেশি ওজন থাকায় তাঁকে বাতিল করা হয়েছে। ভিনেশ ফোগাতকে নিয়ে বিশ্বজুড়ে এখন চর্চা। তিনিই এবার রূপো দাবি করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার তাঁর করা মামলার রায় দেবে আদালত। 

ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং জানিয়ে দিয়েছে, নিয়ম সকলের জন্যই সমান। কারও জন্যই নিয়মের বাইরে যাওয়া সম্ভব নয়। তাই ফাইনালের আগে ভিনেশের ১০০ গ্রাম ওজন বেশি থাকার কারণে তাঁকে খেলতে দেওয়া হবে না। যদিও হাল ছাড়ছেন না ভারতীয় কুস্তিগির। তাঁর দাবি, ফাইনাল পর্যন্ত ওজন নিয়ে সমস্যা ছিল না। কিন্তু তারপরই তাঁকে বাতিল করা হল। এই প্রেক্ষিতে তাঁকে রুপো দেওয়াই উচিত। বৃহস্পতিবারই তাঁর মামলার রায় দেওয়া হবে বলে জানিয়েছে  আন্তর্জাতিক ক্রীড়া আদালত। 

বুধবার রাতেই ফাইনালে নামার কথা ছিল তাঁর। কিন্তু সকালে ওজন মাপার সময়ে ৫০ কেজি বিভাগে খেলার জন্য যে ওজন থাকার কথা, অর্থাৎ ৫০ কেজি, তার থেকে ১০০ গ্রাম বেশি ছিল তাঁর ওজন। এই কারণে বাদ পড়েন তিনি। তবে ওজন কমানোর জন্য এক রাতে অনেক চেষ্টা করেন ফোগত। চুল কাটা থেকে শুরু করে রক্ত বের করে দেওয়া, সবই করেছিলেন। শেষে অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হন। কিন্তু কিছুতেই কিছু হয়নি। এখন তিনি তাকিয়ে বৃহস্পতিবারের রায়ের দিকে। 

আদালত তাঁর পক্ষে রায় দিল অলিম্পিক্স পদক পেতে পারেন ভিনেশ। অনেক সময়ই কোনও ক্রীড়াবিদ অভিযোগ করলে তাঁর পক্ষেই রায় দেয় আদালত। অবশ্য এখানে কী প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে তা অবশ্য এখনও বোঝা যাচ্ছে না। কারণ ওজন বেশি থাকার বিষয়টি মেনেই নিয়েছেন ভিনেশ। আসলে তিনি ১০০ গ্রাম ওজন কমানোর জন্য সময়ও চেয়েছিলেন। কিন্তু তা তাঁকে দেওয়া হয়নি। 


ভিডিও স্টোরি