ভিনেশ ফোগত
শেষ আপডেট: 8th August 2024 09:17
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় গতকাল, বুধবার ছিটকে গেছিলেন ফাইনাল থেকে। এর পরে বুধবার রাতেই সেমিফাইনালে জেতা রুপোর পদকটা যাতে অন্তত তিনি পেতে পারেন, সে জন্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুস্তিগীর ভিনেশ ফোগত। আজ, বৃহস্পতিবার সেই রায় ঘোষণা হবে, যে দিকে তাকিয়ে গোটা দেশ। তবে সেই রায়ের আগেই নিজের কেরিয়ারের রায় ঘোষণা করে দিলেন ভিনেশ। জানিয়ে দিলেন, অবসর নিচ্ছেন তিনি। আর এই লড়াই লড়ার শক্তি নেই তাঁর।
এদিন সকালে নিজের এক্স হ্যান্ডলে বিনেশ লেখেন, 'মা, কুস্তির কাছে আমি হেরে গেলাম। আমায় ক্ষমা কোরো। তোমার স্বপ্ন, আমার সাহস-- সব শেষ হয়ে গিয়েছে। আর শক্তি বাকি নেই। কুস্তি, তোমাকে বিদায়। ২০০১-২০২৪। সবসময় তোমার কাছে ঋণী হয়ে থাকব। ক্ষমা করে দিও।'
माँ कुश्ती मेरे से जीत गई मैं हार गई माफ़ करना आपका सपना मेरी हिम्मत सब टूट चुके इससे ज़्यादा ताक़त नहीं रही अब।
— Vinesh Phogat (@Phogat_Vinesh) August 7, 2024
अलविदा कुश्ती 2001-2024 ????
आप सबकी हमेशा ऋणी रहूँगी माफी ????????
ইতিহাস তৈরি করে কুস্তির ৫০ কেজির ফাইনালে উঠেছিলেন ভিনেশ। দাঁড়িয়ে ছিলেন আর এক ইতিহাস তৈরির মুখে। প্যারিস থেকে ভিডিও কলে মাকে জানিয়েছিলেন, সোনা জিতেই ফিরবেন। কিন্তু ফাইনাল ম্যাচের আগে অন্ধকার নেমে আসে। দেখা যায়, ৫০ কেজি ১০০ গ্রাম ওজন হচ্ছে তাঁর। ওই ১০০ গ্রাম বেশি ওজন থাকায় তাঁকে বাতিল করা হয়েছে। তার পরেই বিশ্বজুড়ে চর্চায় চলে আসেন তিনি। কেউ বলেন ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি, কেউ বা বলেন ভিনেশেরই দোষ ছিল ওই অতিরিক্ত ১০০ গ্রাম না কমাতে পারার পিছনে।
ওজন বেশি হওয়ায় ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং জানিয়ে দেয়, সেমিফাইনালে জেতা রুপোর পদকও তিনি পাবেন না, কারণ ৫০ কেজির ক্যাটেগরি থেকেই ডিসকোয়ালিফায়েড হয়ে যাচ্ছেন তিনি। এর পরে বুধবার রাতে, আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হন ভিনেশ। আবেদন করেন, রুপোর পদকটা যাতে তাঁকে দেওয়া হয়। আজ, বৃহস্পতিবারই তাঁর মামলার রায় দেবে আদালত।
এদিকে সাধারণত ৫৩ কেজির ক্যাটেগরিতে খেলে আসা ভিনেশ এবার ৫০-এ নামার কারণে, ওই অতিরিক্ত ওজনটুকু কমাতে তাঁকে প্রাণপাত পরিশ্রম করতে হয়েছে প্রতিটি ম্যাচের আগেই। শেষ ফাইনালের আগেও তাঁর যা ওজন ছিল, ৫২ কেজি, তা সারারাত ধরে প্রাণপণে কমানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ১.৯ কেজি কমাতে পারলেও, শেষ ১০০ আর পারেননি। তবে খাবার, জল না খেয়ে, ক্রমাগত ঘাম ঝরিয়ে এই ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।
এই অবস্থায় ভারতের তরফেও আবেদন করা হয় অলিম্পিক্স কমিটির কাছে, যাতে ভিনেশকে আর এক বার সুযোগ দেওয়া হয়। কিন্তু সেখান থেকে বলে দেওয়া হয়, নিয়ম সকলের জন্যই সমান। কারও জন্যই নিয়মের বাইরে যাওয়া সম্ভব নয়।
এই টানাপড়েনের মাঝে অবসর ঘোষণা করলেন ভিনেশ। তাঁর পোস্ট দেখে জল এসেছে গোটা দেশের। কুস্তিকে বিদায় জানিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। বলেছেন, আর শক্তি, সাহস, স্বপ্ন-- কিছুই আর বাকি নেই। তাই ছুটি নিলেন, কেরিয়ারের লডা়ই থেকে।