শেষ আপডেট: 10th November 2023 14:53
দ্য ওয়াল ব্যুরো: অলরাউন্ডার হলেও, নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে তাঁকে নেওয়া হয়েছিল স্পিনার হিসেবেই। কিন্তু এখন তিনিই বিশ্বকাপের অন্যতম সেরা ব্যাটার। রাচীন রবীন্দ্র। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারকে নতুনভাবে চিনল ক্রিকেট বিশ্ব! বাবা-মা নিউজিল্যান্ডে থাকলে কী হবে, রাচীনের ঠাকুমা থাকেন বেঙ্গালুরুতেই। তাই বৃহস্পতিবার ম্যাচ শেষে তিনি সোজা চলে গেলেন ঠাকুমার কাছে।
শুক্রবার সকালে কিউয়ি তারকা একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায় রাচীন, তাঁর ঠাকুমার সঙ্গে বিশেষ সময় কাটাচ্ছেন। নিউজিল্যান্ড তারকা লেখেন, 'আমি আপ্লুত কারণ আমি এমন একটা পরিবার পেয়েছি। ঠাকুমা, ঠাকুরদার আশীর্বাদ সব সময়ের জন্য আমার পাথেয়। ওঁরা আমার সঙ্গে থাকেন সবসময়।'
ভিডিওতে দেখা যাচ্ছে, রাচীনের ঠাকুমা কিছু রীতি রেওয়াজ পালন করছেন। সামনে বসে আছেন কিউয়ি তারকা। নাতির এমন ফর্মের ওপর যাতে কারও নজর না পড়ে, তাই তা কাটিয়ে দিলেন ঠাকুমা!
Newzeland cricket player Rachin Ravindra at his grandparents home in Bengaluru. pic.twitter.com/bcGoVGHeRQ
— MTN KUMAR ಮಂಡ್ಯ… (@pourvanikumar) November 10, 2023
শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয় পাওয়ায় সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত হয়ে গেছে নিউজিল্যান্ডের। সেই ম্যাচে রাচীনের ব্যাটে রান এসেছে। ৩৪ বলে ৪২ রান করেন তিনি। নকআউট পর্বে তিনি যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, তা বলার অপেক্ষা রাখে না।
ভারতের সঙ্গে রাচীনের সম্পর্ক অনেক গভীর। ভারতের সঙ্গে রাচীনের যোগসূত্র রয়েছে তাঁর বাবার কারণেই। তাঁর বাবার একটি ক্রিকেট ক্লাব রয়েছে। সেই কাজে আগেও তিনি ভারতে এসেছেন। শচীন তেন্ডুলকার, তাঁর কাছে 'আইডল'।
শুধু কি তাই, নামের দিক থেকেও কিউয়ি এই তারকার সঙ্গে ভারতের যোগ রয়েছে। এই তরুণ ক্রিকেটারের নাম ভারতীয় দুই কিংবদন্তি ক্রিকেটারের নামের মিশ্রণে রাখা হয়েছে। একজন শচীন তেন্ডুলকার ও অপরজন রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড়ের 'রা' ও শচীন তেন্ডুলকারের 'চীন' মিলিয়ে কিউই তারকা হয়ে উঠেছেন রাচীন!