শেষ আপডেট: 28th January 2025 20:41
দ্য ওয়াল ব্যুরো : রাজকোটে আয়োজিত ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করলেন বরুণ চক্রবর্তী। এই ম্যাচে তিনি একাই ৫ উইকেট শিকার করলেন। আর সেই সুবাদে ইংল্যান্ড ক্রিকেট দল ৯ উইকেটে ১৭১ রান করেছে।
এই ম্যাচের হাত ধরে কামব্য়াক করেছেন মহম্মদ সামি। কিন্তু, বল হাতে তিনি একেবারে নজর কাড়তে পারলেন না। তবে সামির জন্য প্রস্তুত মঞ্চে প্রচারের যাবতীয় আলো কেড়ে নিলেন বরুণ চক্রবর্তী। চার ওভারে ২৪ রান দিয়ে তিনি মোট পাঁচটি উইকেট শিকার করেন। বরুণের শিকার তালিকায় নাম রয়েছে ব্রিটিশ অধিনায়ক জস বাটলার, জেমি স্মিথ, জেমি ওভারটন, ব্রাইডন কার্স এবং জোফ্রা আর্চার। বরুণের সামনে ইংল্য়ান্ডের শক্তিশালী ব্যাটিং ব্রিগেড কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩৬ দিন পর কামব্যাক করলেন মহম্মদ সামি। ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত তৃতীয় টি-২০ ম্যাচে মহম্মদ সামির নাম ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে রাখা হয়েছে। ২০২৩ সালের ১৯ নভেম্বর শেষবার তিনি টিম ইন্ডিয়ার জার্সিতে ক্রিকেট ম্যাচ খেলেছিলেন।
এরপর থেকে চোটের কারণে টিম ইন্ডিয়ার বাইরেই ছিলেন মহম্মদ সামি। চলতি টি-২০ সিরিজের প্রথম ২ ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা পাননি তিনি। তবে রাজকোটে আয়োজিত তৃতীয় টি-২০ ম্যাচে আর্শদীপ সিংয়ের জায়গায় তিনি খেলার সুযোগ পেয়েছেন। এই ম্যাচে আর্শদীপ সিংকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু, এই ম্য়াচে তিনি একটাও উইকেট শিকার করতে পারলেন না।
এই ম্য়াচে দুর্দান্ত হাফসেঞ্চুরি হাঁকালেন বেন ডাকেট। ২৮ বলে ৫১ রান করে আউট হন তিনি। ৭ চার এবং জোড়া ৬ হাঁকিয়েছেন তিনি। পাশাপাশি ঝোড়ো ব্যাটিংয়ে নজর কাড়লেন লিয়াম লিভিংস্টোনও। ২৪ বলে ৪৩ রান করেছেন তিনি। একটাই বাউন্ডারি মেরেছেন লিভিংস্টোন। তবে পাঁচটি ঝকঝকে ছক্কা তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে।
টার্গেট ১৭২ রানের
এই ম্য়াচে বরুণ চক্রবর্তীর পাশাপাশি হার্দিক পান্ডিয়াও বেশ ভাল বল করেছেন। এই ম্য়াচে হার্দিক জোড়া উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণোই। এবার ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া কেমন ব্যাটিং করে, সেটাই আপাতত দেখার।