শেষ আপডেট: 22nd January 2025 20:44
দ্য ওয়াল ব্যুরো : ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচ আয়োজন করা হয়েছে। টস জিতে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। আর সূর্যকুমার যাদবের এই সিদ্ধান্তে সিলমোহর লাগালেন বরুণ চক্রবর্তী। তিনি একাই তিনটে উইকেট তুলে নিলেন। আর নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড ক্রিকেট দল মাত্র ১৩২ রানে অলআউট হয়ে গেল।
ইডেন গার্ডেন্সের প্রতিটা ঘাস চেনেন বরুণ চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। এই উইকেটে আগেও জ্বলে উঠেছেন চক্কোত্তি মশাই। বুধবারের ম্যাচে সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল। অষ্টম ওভারের তৃতীয় বলে তিনি হ্যারি ব্রুকের উইকেট শিকার করেন। পঞ্চম বলে ফিরে যান লিয়াম লিভিংস্টোন। তিনি রানের খাতাই খুলতে পারলেন না। এরপর ইংল্যান্ডের সবথেকে ধামাকাদার ব্যাটার জস বাটলারকেও আউট করেন তিনি। বাটলার ৪৪ বলে ৬৮ রান করেন। অন্যদিকে, বরুণ ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন।
এর পাশাপাশি টিম ইন্ডিয়ার হয়ে জোড়া উইকেট শিকার করেন আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া। তবে রবি বিষ্ণোই ৪ ওভার বল করে একটাও উইকেট শিকার করতে পারেননি।
ভারতের জোরে বোলার আর্শদীপ সিং প্রথম ওভারেই ইংল্যান্ডের ওপেনিং ব্যাটার ফিল সল্টের উইকেট নিয়ে প্রতিপক্ষ শিবিরকে একটা বড় ধাক্কা দিয়েছিলেন। এরপর দ্বিতীয় ওভারে তিনি বেন ডাকেটকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন। আর সেইসঙ্গে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকার করেন।
এই তালিকায় এতদিন শীর্ষস্থানে ছিলেন টিম ইন্ডিয়ার স্পিন বোলার যুজবেন্দ্র চাহাল। তিনি আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে ৯৬ উইকেট নিয়েছিলেন। কিন্তু, আর্শদীপের ঝুলিতে ইতিমধ্যে ৯৭ উইকেট চলে এসেছে। আর সেইসঙ্গে টি-২০ ফরম্যাটে তিনি ভারতের সবথেক সফল বোলার হিসেবে তিনি নিজের নাম লিখিয়ে ফেলেছেন। তবে যুজবেন্দ্র যেখানে ৯৬ উইকেট শিকার করার জন্য ৮০ ম্যাচ খেলেছিলেন, সেখানে আর্শদীপ মাত্র ৬১ ম্যাচেই এই কৃতিত্ব কায়েম করলেন।