বরুণ চক্রবর্তী
শেষ আপডেট: 4th February 2025 17:49
দ্য ওয়াল ব্যুরো: অশ্বিনের ভবিষ্যদ্বাণীই সত্যি হল। আসন্ন ওয়ান ডে সিরিজের জন্য দলে জায়গা পেলেন লেগস্পিনার বরুণ চক্রবর্তী। নাগপুরে রোহিত শর্মাদের ক্যাম্পে ইতিমধ্যে যোগ দিয়েছেন তিনি। এখানেই রয়েছে প্রথম ম্যাচ, আগামি পরশু (৬ ফেব্রুয়ারি)।
প্রাক্তন বোলার অশ্বিন জানিয়েছিলেন, টি-২০ সিরিজসেরা রহস্যময় স্পিনারকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলে রাখতে পারে ভারত। কিন্তু এর আগে দেশের হয়ে একটিও ওয়ান ডে খেলননি বরুণ। এক লাফে দুবাইয়ের ময়দানে নামানোর সিদ্ধান্ত যথেষ্ট ঝুঁকির। তাই বরুণকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা এক দিনের সিরিজে দলে রাখতে পারেন নির্বাচকেরা। সুযোগের সদব্যবহার করলে জুটতে পারে দুবাইয়ের ফ্লাইটের টিকিট।
এই অনুমানের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিসিসিআই বরুণকে আসন্ন ওয়ান ডে সিরিজের জন্য বেছে নেয়। আজ দল ঘোষিত হয়েছে। সেখানে জায়গা করে নিয়েছেন বছর তেত্রিশের এই স্পিনার।
উল্লেখ্য, কোনও আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ না খেললেও, ঘরোয়া ক্রিকেটে ২৩টি লিস্ট এ ম্যাচে বোলিংয়ের অভিজ্ঞতা রয়েছে বরুণের। তামিলনাড়ুর হয়ে প্রতিনিধিত্ব করেছেন। শেষ ম্যাচ বিজয় হাজারে ট্রফিতে, রাজস্থানের বিরুদ্ধে। সেই ম্যাচে ৫ উইকেট তুলেছিলেন বরুণ।