Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতেবিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারাNEET Result : উচ্চ-মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণের নজরকাড়া ফল নিটেও, দেশে কুড়িতম স্থানইজরায়েলের গর্বের 'আয়রন ডোম' ব্যর্থ! তেল আভিভের কেন্দ্রে পাল্টা মিসাইল হামলা ইরানের ওয়েট ট্রেনিং না কার্ডিও, কোনটা আগে করলে দ্রুত কমবে ওজন, জানাচ্ছে গবেষণাশেষ হল ইন্ডিয়ান ওয়েল সামার টেবল টেনিস কোচিং ক্যাম্পরাঁচিতে ধোনির স্বপ্নের বাড়ি ‘কৈলাসপতি’, ওখানেই থাকছেন স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে নিয়েস্ত্রীর জন্য ভালবাসার তাজমহল! বাড়ি তো নয়, যেন মার্বেলে লেখা জীবন্ত কবিতা, বলছে নেটপাড়াWTC Final: ঐতিহাসিক জয়ের পর বাভুমার প্রথম প্রতিক্রিয়ায় রাবাদা, মার্করামের প্রশংসা
IPL 2025: Rajasthan Royals VS Chennai Super Kings

IPL 2025: ফের চলল বৈভবের ব্যাট, বেলাইন চেন্নাই এক্সপ্রেস

চেন্নাইয়ের বিরুদ্ধে রাজস্থানের জয়ে দুরন্ত ইনিংস খেললেন বৈভব সুর্যবংশী। ধোনি উত্তর খুঁজলেও সমস্যার সমাধান মিলল না সিএসকে শিবিরে।

 

IPL 2025: ফের চলল বৈভবের ব্যাট, বেলাইন চেন্নাই এক্সপ্রেস

চেন্নাইয়ের বিরুদ্ধে রাজস্থানের জয়

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 20 May 2025 23:57

দ্য ওয়াল ব্যুরো: বৈভব সুর্যবংশী (Vaibhhav Suryabangshi) দেখাল সে  দৌড়েও রান নিতে পারে। শুধু চার ছক্কাই হাঁকায় না, পরিস্থিতি বুঝেও খেলতে পারে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন ফের দেখা গেল ১৪ বছরের ঝলক। এদিনও চার ছক্কা এসেছে বৈভবের ব্যাট থেকে, তবে দেখা গিয়েছে পরিণতি বোধ। তার ইনিংসেই ভর করে নিয়ম রক্ষার ম্যাচে জিতল রাজস্থান।

রাজস্থান ও চেন্নাই (RR vs CSK) দুই দলের কাছেই এই ম্যাচ ছিল নিয়মরক্ষার। তবে সম্মান রক্ষার ম্যাচে জিতল রাজস্থান। ম্যাচের আগে টস করতে এসে ধোনি বলেছিলেন, তিনি ‘উত্তর’ খুঁজছেন—দলের সমস্যা কোথায়, তা জানতে চান। কিন্তু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্সে উত্তর নয়, প্রশ্নই যেন আরও জটিল হয়ে উঠল।

সঞ্জু স্যামসনের নেতৃত্বে রাজস্থান টস জিতে বেছে নেয় ফিল্ডিং। ব্যাট করতে নেমে শুরুটা বেশ ধীরগতির ছিল চেন্নাইয়ের। তবে তরুণ আয়ুষ মাত্র (২০ বলে ৪৩) ও ব্রেভিস (২৫ বলে ৪২)-এর ব্যাটে ফের ঘুরে দাঁড়ায় দল। তাঁদের আগ্রাসী ব্যাটিং চেন্নাইকে এনে দেয় সম্মানজনক স্কোর। শিবম দুবের ৩২ বলে ৩৯ রানের ইনিংসও কার্যকর ছিল। তবে ধোনি আবারও ব্যর্থ—১৭ বলে মাত্র ১৬ রানে থামেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে চেন্নাই তোলে ১৮৭ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই রাজস্থান একপ্রকার আগুন ঝরায়। প্রথম উইকেটে ৩৭ রান আসে মাত্র সাড়ে তিন ওভারে, যার বেশিরভাগই যশস্বী জয়সওয়ালের ঝোড়ো ব্যাটে (৩৬ রান)। এরপর আলো ছড়ান আর এক তরুণ, বৈভব—৩৩ বলে ৫৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ অনেকটাই রাজস্থানের দিকে নিয়ে যান। অধিনায়ক স্যামসন (৩১ বলে ৪১) ও শেষদিকে ধ্রুব জুরেলের ক্যামিও রাজস্থানের জয় নিশ্চিত করে দেয়। মাত্র ৪ উইকেট হারিয়ে ১৭ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা।

এই হার চেন্নাই শিবিরে আরও প্রশ্নের জন্ম দিল। ব্যাটিং ব্যর্থতা, বোলারদের নিস্প্রভতা এবং ধোনির নিজের ছায়া হয়ে থাকা—সবকিছুই একসঙ্গে মাথাচাড়া দিচ্ছে। তবে ধোনি যা বলেছিলেন, তা এখন ফের গুরুত্ব পাচ্ছে—তিনি উত্তর চান। হয়তো সেই উত্তর খুঁজতেই তিনি আগামী মরশুমের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন। আর তাই সিএসকে সমর্থকদের মনে একটিই প্রশ্ন—তবে কি ২০২৬-এও আবার হলুদ জার্সিতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? আশার আলো নিভে যায়নি এখনও।


ভিডিও স্টোরি