আর বৈশালী ও ইয়াকুবয়েভ
শেষ আপডেট: 27th January 2025 16:10
দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ শুরু হবে। টেবিলের এ প্রান্তে বসে রমেশবাবু বৈশালী। সামনে দাবার বোর্ড। ও প্রান্তের প্রতিপক্ষ উজবেকিস্তানের নডির্বেক ইয়াকুবয়েভ। খেলা শুরুর আগে রীতিমাফিক নিজের হাত করমর্দনের জন্য বাড়িয়ে দেন বৈশালী, সম্পর্কে যিনি বিশ্বের সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল মাস্টার আর প্রজ্ঞানন্দের দিদি। কিন্তু বৈশালীর এই সম্ভাষণ প্রত্যাখ্যান করেন ইয়াকুবয়েভ। যাকে ঘিরে বিতর্ক দানা বাঁধল টাটা স্টিল চেস ইন্ডিয়া প্রতিযোগিতার মঞ্চে।
যদিও এই বিতর্ককে ধামাচাপা দিতে তড়িঘড়ি কৈফিয়ত দিয়েছেন উজবেক দাবাড়ু। বলেছেন, বৈশালী কিংবা ভারতকে অশ্রদ্ধা জানাতে তিনি এমনটা করেননি। হ্যান্ডশেকের প্রস্তাব ফিরিয়েছেন স্রেফ ধর্মীয় কারণে। কারণ ইসলামে ভিন্ন ধর্মের মহিলাদের সঙ্গে করমর্দনে মানা রয়েছে। তবে হ্যান্ডশেক ফেরালেও ম্যাচটি হেরেছেন ইয়াকুবয়েভ। প্রতিযোগিতার চ্যালেঞ্জার্স বিভাগের আট রাউন্ডের লড়াই শেষে তিন পয়েন্ট দখল করেছেন তিনি। উল্লেখ্য, বছর তেইশের ইয়াকুবয়েভ ২০১৯ সালে গ্র্যান্ডমাস্টার হন।
সোশ্যাল মিডিয়ায় প্রত্যাখ্যানের ভিডিওটি ছড়িয়ে পড়তেই এক্স হ্যান্ডেলে একটি কৈফিয়ত লেখেন ইসলাম ধর্মাবলম্বী ওই উজবেক দাবাড়ু—‘বৈশালীর সঙ্গে ঘটনার বিষয়ে আমি কিছু কথা স্পষ্ট করতে চাই। নারীজাতি ও ভারতের দাবা খেলোয়াড়দের যথাযোগ্য সম্মান জানিয়েই বলছি, আমি অন্য নারীদের ধর্মীয় কারণে স্পর্শ করি না। বৈশালী ও তাঁর ভাই ভারতের অন্যতম শক্তিশালী দুজন দাবাড়ু। আমি তাঁদের সম্মান করি। যদি আমার আচরণের জন্য তাঁরা দুঃখ পেয়ে থাকেন, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।‘
পাশাপাশি ইয়াকুবয়েভ জানান, ইসলাম দাবা খেলাকে ‘হারাম’ বলে মনে করে না এবং তিনি যেটা মেনে চলেন, সেটাই করেন। অন্যকে প্রভাবিত করার কিংবা মেয়েদের জোর করে বোরখা পরানোর কোনও দুরভিসন্ধিকে ব্যক্তিগতভাবে প্রশ্রয় দেন না।
Dear chess friends,
— Nodirbek Yakubboev (@NodirbekYakubb1) January 26, 2025
I want to explain the situation that happened in the game with Vaishali. With all due respect to women and Indian chess players, I want to inform everyone that I do not touch other women for religious reasons.#chess #fide #islam@ChessbaseIndia @Uzchesss