Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা

মেসির পর রোনাল্ডো বিদায়, কাভানি জাদুতে শেষ আটে উরুগুয়ে

দ্য ওয়াল ব্যুরো: পারেননি মেসি, পারলেন না রোনাল্ডোও। একই দিনে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিতে হলো বর্তমান ফুটবলের দুই সেরা তারকাকে। ৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন সুয়ারেজ, কাভানি জুটি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা

মেসির পর রোনাল্ডো বিদায়,  কাভানি জাদুতে শেষ আটে উরুগুয়ে

শেষ আপডেট: 30 June 2018 14:25

দ্য ওয়াল ব্যুরো: পারেননি মেসি, পারলেন না রোনাল্ডোও। একই দিনে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিতে হলো বর্তমান ফুটবলের দুই সেরা তারকাকে। ৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন সুয়ারেজ, কাভানি জুটি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করে দুই দল। মাত্র সাত মিনিটের মাথায় ডান প্রান্তে বল ধরে লম্বা ক্রসে বাঁ প্রান্তে থাকা সুয়ারেজকে বল দিলেন কাভানি। তারপর বাঁ প্রান্ত থেকে সুয়ারেজের ঠিকানা লেখা ক্রসে চেস্ট ট্র্যাপ করে উরুগুয়েকে এগিয়ে দেন কাভানি। গোল খাওয়ার পরে সমতা ফেরানোর চেষ্টা করে পর্তুগাল। কিন্তু গদিন, গিমেনেজের জমাট ডিফেন্স ভাঙতে পারেননি তাঁরা। রোনাল্ডো কার্যত বোতলবন্দি হয়ে থাকলেন। বারবার জায়গা বদল করেও সুবিধা করতে পারলেন না। এর মধ্যেই ২১ মিনিটের মাথায় সুয়ারেজের গড়ানো ফ্রিকিক দারুন বাঁচান পর্তুগালের গোলকিপার রুই প্যাট্রিসিয়। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। দু'প্রান্ত ধরে একের পর এক ক্রস ভেসে আসতে থাকে উরুগুয়ের বক্সে। এই সময় কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে উরুগুয়ে। ৫৫ মিনিটের মাথায় কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান পেপে। কিন্তু তারপরেই ৬২ মিনিটের মাথায় কাউন্টার থেকে সুয়ারেজের পাসে চলতি বলে কাভানির দুরন্ত ইনসুইং প্যাট্রিসিয়কে পরাস্ত করে বল জড়িয়ে যায় জালে। ২-১ গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ৭২ মিনিটের মাথায় কাভানির চোট লাগলে রোনাল্ডো তাঁকে ধরে বাইরে রেখে আসেন। এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সহমর্মিতার সুন্দর ছবি দেখা যায়। শেষদিকে অনেক চেষ্টা করেও গোল করতে পারেনি পর্তুগাল। এই ম্যাচে হারের ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গেল রোনাল্ডোর পর্তুগাল। মেসির মতোই রোনাল্ডোও দলের দায়িত্ব কাঁধে নিয়ে জেতাতে পারলেন না দলকে। হয়তো তাঁরও দেশের জার্সিতে শেষ বিশ্বকাপ খেলা হয়ে গেল। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও উরুগুয়ে। আক্রমণ ও ডিফেন্সের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় থাকল ফুটবল বিশ্ব।

ভিডিও স্টোরি