শেষ আপডেট: 25th December 2023 17:22
দ্য ওয়াল ব্যুরো: টেনিস বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছেন একটা সময়। ক্রম তালিকায় ছিলেন ১৩ নম্বরে। রাফায়েল নাদালের মতো টেনিস সম্রাটকে হারিয়েছিলেন ইউক্রেনের তারকা আলেকজান্ডার ডোলগোপোভ। সেবার অস্ট্রেলিয়ান ওপেনে সাড়া জাগিয়েছিলেন তিনি।
সেই টেনিস তারকা এই মুহূর্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে সৈনিকের কাজ করছেন। আলেকাজান্ডারই সেই দেশের সরকারকে চিঠি লিখে জানিয়েছিলেন, তিনি দেশের নিরাপত্তার স্বার্থে বন্দুক ও পাইপগান ধরতে তৈরি। ওই তারকার একে ৪৭ নিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দেশে পরিস্থিতি অশান্ত হতেই ২০১৮ সালে টেনিস থেকে অবসর নিয়ে ফেলেন আলেকজান্ডার। টেনিস ব্যাটের বদলে তিনি হাতে নিয়ে নেন বন্দুক।
অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন ওই তারকা। ২০২১রাশিয়া আক্রমণ করেছিল ইউক্রেনকে। তখনই ইউক্রেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আলেকজান্ডার। যদিও সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে সামরিক শিক্ষা দেওয়া হয়েছিল তাঁকে।
বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ৩৫ বছরের তারকা বলেছেন, ‘গত বছর যুদ্ধক্ষেত্রে লড়াই খুব কঠিন ছিল। রাশিয়া সেইসময় লাগাতার গোলাবর্ষণ করছিল। আমরা কোথায় ঘাঁটি তৈরি করেছি, সেটি ওরা জানত। তবে আমিও একবার মৃত্যমুখ থেকে ফিরে এসেছিলাম। একবার গোলাবর্ষণের সময় আমরা গর্ত থেকে বেরিয়েছিলাম। কারণ আমাদের ওয়ার সিগনাল সমস্যা করছিল। তাই বুঝতে পারিনি ওরা কত কাছে চলে এসেছিল।’
আলেকজান্ডার অকালেই টেনিস থেকে অবসর নিয়েছেন। তিনি বর্তমানে ইউক্রেনের ডিরেক্টরেট অব ইন্টিজিলেন্সের হয়ে কর্মরত কিভে। তিনি দলের আক্রমণের নীল নকশা তৈরি করেন। পাশাপাশি সেনাদের কোথায় পাঠানো হবে, তার সিডিউল করে থাকেন। টানা দু’বছর ধরে চলছে এই যুদ্ধ। রাশিয়া চাপে রেখেছিল শুরুতে, এখন ইউক্রেনও পালটা লড়াই চালাচ্ছে।