এসে গিয়েছে এমবাপের নতুন মাস্ক। (এএফপি/গেটি ইমেজেস)
শেষ আপডেট: 21st June 2024 20:49
দ্য ওয়াল ব্যুরো: বিশেষভাবে বানানো মাস্ক। দেখলে মনে হতে পারে, বুঝি মার্ভেল বা ডিসির নতুন সুপারহিরো। ফুটবল দুনিয়ায় অবশ্য কিলিয়ান এমবাপে সুপারহিরো হিসেবেই পরিচিত। কিন্তু আজ ভারতীয় সময় মধ্যরাত পার করে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে আপাতত মাস্কই ভরসা এমবাপের।
কড়া গ্রুপে পড়েছে ফ্রান্স। গ্রুপ ডি-তে তাদের সঙ্গে রয়েছে রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ড, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া। নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ড ও অস্ট্রিয়াকে হারিয়েছে ডাচ ও ফরাসিরা। কিন্তু তাতে নিশ্চিন্তির জায়গা নেই। লেওয়ানডস্কি পোল্যান্ডের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ছিলেন না। কিন্তু চোট সারিয়ে ফিরছেন। ওদিকে অস্ট্রিয়ার কোচ র্যালফ রাংনিক। ফুটবল দুনিয়ায় 'গেগেনপ্রেসিং' দর্শনের আবিষ্কর্তা। তুখোড় ফুটবল-মস্তিষ্ক। এই অবস্থায় প্রথম ম্যাচেই এমবাপেদের কার্যত নাস্তানাবুদ করে ছেড়েছিল অস্ট্রিয়া। তার ওপর সংঘর্ষে নাক ভেঙে বেজায় বেকায়দায় পড়ে গিয়েছেন ফরাসি অধিনায়ক।
এই অবস্থায় ফরাসি কোচ দিদিয়ের দেশোঁর সামনে মহা দুশ্চিন্তা। নাক ভাঙার পর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এমবাপেকে। কিন্তু তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। এদিকে তাঁকে যে গ্রুপের ম্যাচ ভেবে বিশ্রাম দেবেন, তারও উপায় নেই। এমন অবস্থা গ্রুপের, এমবাপে না থাকলে ছুটি হয়ে যেতে পারে ওসমান দেম্বেলে, এনগোলো কন্তে, মার্কাস থুরামদের। দেশোঁ অতএব সাংবাদিক সম্মেলনে বলেছেন, তিনি আজ হাইভোল্টেজ ম্যাচে এমবাপেকে খেলানোর ব্যাপারে ভাবনাচিন্তা করছেন।
শুধু কি আর হাইভোল্টেজ? আজ লাইপজিগে কার্যত ইউরোর গ্রুপ পর্যায়ের সবচেয়ে ধুন্ধুমার ম্যাচ। দীর্ঘদিন বিশ্ব ফুটবলের বড় মঞ্চে সেভাবে ছাপ ফেলেনি নেদারল্যান্ডস। এবারে রীতিমত ঘুরে দাঁড়াতে মরিয়া। ফ্রান্সকে এক ইঞ্চিও জায়গা ছাড়বেন না ম্যানেজার রোনাল্ড কেম্যান। দেশোঁ অতএব কালবিলম্ব না করে এমবাপেকে অনুশীলনে নামিয়েছেন। ফরাসি মিডিয়াতে খবর, 'নো কনট্যাক্ট' অনুশীলন করেছেন এমবাপে। অর্থাৎ, শারীরিকভাবে কোনও বল দখলের লড়াইতে ছিলেন না। মাস্কও এসে গিয়েছে। ফ্রান্সের জাতীয় পতাকায় রাঙানো মুখোশ এঁটে আছে চোখের ওপর। সাংবাদিক সম্মেলনে দেশোঁ বলেছেন, 'এখনও অবধি সব কিছু ঠিক দিকেই যাচ্ছে। কিলিয়ান অনুশীলন করেছে। আমরা চেষ্টা করছি, যাতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওকে পাওয়া যায়।' কিন্তু এই মাস্কের গল্পটা কী? দেশোঁর সাফ জবাব, 'কিলিয়ান মাস্ক পরে খেলবে, ব্যাস! ওর মাস্কের ব্যাপারে খুঁটিনাটি জানার তো কোনও দরকার নেই। আমার মনে হয় আপনাদের (সাংবাদিকদের) যথেষ্ট সূত্র রয়েছে মাস্ক কোত্থেকে আসছে সেসব জেনে যাওয়ার। আমি তো বারণ করিনি। যান, জেনে নিন!'
যদি এমবাপে আজ শুরু থেকে না খেলেন, সেক্ষেত্রে আজ ফরাসি অধিনায়কের আর্মব্যান্ড সম্ভবত পরবেন আঁতোয়াঁ গ্রিজমান। শুরুতে এমবাপের জায়গায় থাকতে পারেন অলিভিয়ের জিহু। এদিকে ফ্রান্সে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সামনেই নির্বাচন ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরঁ। যাতে ম্যাকরঁর ঘটি ওল্টানোর জোর সম্ভাবনা। সম্ভবত সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছেন উগ্র দক্ষিণপন্থীরা। যা নিয়ে প্রায়ই সাংবাদিক সম্মেলনে প্রশ্ন আসছে ফুটবলারদের দিকে। সেটিকেও একহাত নিয়েছেন দেশোঁ। বলেছেন, 'অস্ট্রিয়া ম্যাচের আগে দেখেছি, আটটা প্রশ্নের মধ্যে সাড়ে সাতটাই আসছে ফুটবলের চাইতে অন্য ব্যাপার নিয়ে। মনে হয় লোকে কিলিয়ানকে ব্যবহার করে অনেকে বিতর্ক বাঁধাতে চাইছে। আমরা পাত্তা দিচ্ছি না।'