শেষ আপডেট: 2nd February 2025 17:57
দ্য ওয়াল ব্যুরো: তখনও বিশ্বকাপ শুরু হয়নি। মালয়েশিয়া উড়ে যাওয়ার আগে তৃষা গোঙ্গাদি একটি সাক্ষাৎকার দেন। সেখানে তৃষা জানান, অনূর্ধ্ব-উনিশে এই তাঁর শেষ বিশ্বকাপ। তিনি আত্মবিশ্বাসী, ভারতের মেয়েরা দেশকে বিশ্বকাপ খেতাব এনে দেবে।
কথা রেখেছেন সোনার মেয়ে তৃষা। ফাইনালে ওপেনে নেমেছেন। করেছেন ৪৪ রান। বল হাতেও সমান উজ্জ্বল। তুলেছেন ৩ উইকেট। এর সুবাদে দক্ষিণ আফ্রিকাকে বায়মাস ওভালে হারিয়ে বিশ্বকাপ ট্রফি ঘরে এনেছে ভারত। এই নিয়ে পরপর দু’বার।
ফাইনালের পাশাপাশি সারা টুর্নামেন্টেও সমান সপ্রতিভ তৃষা। ঝুলিতে ৭ উইকেট। মোট রান ৩০৯। তার মধ্যে স্কটল্যান্ডের বিরুদ্ধে শতরান। যাও কিনা রেকর্ড। সব মিলিয়ে দেশের ক্রিকেট অনুরাগীদের স্মরণীয় টুর্নামেন্ট উপহার দিয়েছেন তৃষা। অপরাজেয় দল হিসেবে টুর্নামেন্ট জিতেছে ভারত।
তাই দেশকে বিশ্বজয়ীর খেতাব উপহার দিয়ে উচ্ছ্বাসে ভেসেছেন তিনি। ‘এই টুর্নামেন্ট আমার কাছে সবকিছু। এখন আমি যা কিছু বলতে পারি। আমার দল ও সহকারীদের ধন্যবাদ। আমি যথাসর্বস্ব দিয়ে বল করেছি। আজও তার অন্যথা হয়নি। মিথিলাদি (মিথিলা রাজ, প্রাক্তন ক্রিকেটার) আমার নায়িকা। তাঁকে দেখেই নিজেকে তৈরি করেছি। আমি চাইব, সামনের সমস্ত বিশ্বকাপ যেন আমাদের দেশে আসে।‘
শুধু দলকে জেতাননি। নিজেও সিরিজ-সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। এই খেতাব আজ তাঁর হাতে তুলে দেন প্রাক্তন ভারতীয় অফ স্পিনার নীতু দ্রাবিড়। যা হাতে নিয়ে তৃষা বলেন, ‘আমি এই অ্যাওয়ার্ড আমার বাবাকে উৎসর্গ করতে চাই। তিনি আজ এখানে এসেছেন। বাবাকে ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না। আমি দ্রুত রান করা নিয়ে বেশ কিছুদিন ধরে খেটে চলেছি। কোচ অপূর্ব দেশাই আমায় ওপেনে নামার জন্য প্রস্তুত হতে বলেছিলেন। সেই মতো তৈরি ছিলাম। আমি একজন অলরাউন্ডার। আগামিতে দেশের হয়ে খেলে যেতে চাই আর চাই জিতে যেতে।‘