Latest News

৫ লক্ষ টাকা করে পুরস্কার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তিন বঙ্গকন্যা ও কোচকে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (U 19 World Cup) দেশের মুখ উজ্জ্বল করেছে বাংলার তিন কন্যা রিচা ঘোষ, তিতাস সাধু এবং হৃষিতা বসু। এই তিন জনই ভারতীয় দলের সদস্য। ক্রিকেট জগতের নতুন সেনসেশন তারাই। এবার তাদেরই পুরস্কৃত করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, তারা ফিরে এলেই সংবর্ধনার আয়োজন করা হবে, দেওয়া হবে ৫ লক্ষ টাকা করে পুরস্কার। পুরস্কার পাবেন দলের কোচ রাজীব দত্তও।

রবিবারই ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ভারত। মেয়েদের দলের অধিনায়ক ছিলেন শেফালি বর্মা। সেই দলের হয়েই খেলেন রিচা, তিতাস এবং হৃষিতা।

আজ সল্টলেকের উন্নয়ন ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত হয়। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধঅযায় অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক শেফালি বর্মা-সহ তাঁর দলের সমস্ত খেলোয়াড়কে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এর পরেই এই ভারতীয় দলে বাংলার ৩ খেলোয়াড়– রিচা ঘোষ, তিতাস সাধু, হৃষিতা বসু এবং দলের বোলিং কোচ রাজীব দত্ত-সহ চার জনকেই ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন।

রাজীব গান্ধী বিশ্বভারতীর পড়ুয়াদের বলেছিলেন, মমতাকে দেখো শেখো: শান্তিনিকেতনে মুখ্যমন্ত্রী

You might also like