শেষ আপডেট: 28th January 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: ট্রেনে বরাদ্দ হয়েছে মাত্র ৬টি আসন, এদিকে ৩৬ জন খেলোয়াড়। বাধ্য হয়ে ট্রেনের মেঝেতে শুয়ে, বাথরুমের সামনে বসেই ন্যাশনাল গেমস খেলতে পাড়ি দিল বাংলার খো খো দল।
মঙ্গলবার থেকেই উত্তরাখণ্ডে শুরু হচ্ছে জাতীয় গেমস। সেখানে বাংলার প্রতিনিধিত্ব করতে যাওয়ার আগে প্রায় ৩৬ ঘণ্টা ধরে এভাবেই দুর্বিষহ ট্রেন যাত্রা করতে হল বাংলারই খেলোয়াড়দের। গাফিলতি কার? এ বলছে ওর, সে বলছে তার।
গত শনিবার হাওড়া থেকে ১০টা নাগাদ ট্রেনে চাপে জাতীয় গেমসে অংশ নেওয়া বাংলা দল। সেখানে ছিল খো খো দল, মহিলা ফুটবল দল এবং বাংলার সাঁতারুরা। সেখানেই খো খো খেলোয়াড়দের চূড়ান্ত অব্যবস্থার শিকার হতে হয়।
সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ট্রেন যাত্রা শেষ হয় কাঠগোদামে গিয়ে। প্রায় ৩৬ ঘণ্টার এই সফরে পুরো সময়টাই চরম ভোগান্তির শিকার হতে হয় খো খো দলকে।
প্রশ্ন উঠছে, এমনভাবে দীর্ঘ যাত্রা করার পরে কি আদৌ খেলায় মন দিতে পারবেন খেলোয়াড়রা? কার গাফিলতিতে এই পরিণতি? কেন এই অব্যবস্থা? আসন সংরক্ষণ করা গেল না কেন? সেই নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে দায় ঠেলাঠেলি চলছে কর্তাদের মধ্যে।
এই ধরনের প্রতিযোগিতায় খেলোয়াড়দের যাতায়াতের বিষয়টি দেখভাল করে অলিম্পিক অ্যাসোসিয়েশন। জানা গিয়েছে, অ্যাসোসিয়েশনের কর্তারাই খেলোয়াড়ের জন্য টিকিটের ব্যবস্থা করতে পারেননি।
আজ অর্থাৎ ২৮ জানুয়ারি থেকে উত্তরাখণ্ডে শুরু হতে চলেছে জাতীয় গেমস। রাজ্য সরকার পুরো টিমকে (৩৯৫ জন) জার্সি ও ক্রীড়া সরঞ্জাম দিয়েছে। এছাড়া বাংলা দলকে উত্তরাখণ্ডে পাঠানোর জন্য ৩৩ লক্ষ টাকা খরচও করছে সরকার।
গত গেমসে বাংলা ১৮ নম্বরে ছিল। এবার মোটামুটি সেরা তারকাদের নিয়েই জাতীয় গেমসে যাচ্ছে দল। তাঁদেরই সঙ্গে এহেন আচরণে ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমীরা।