Latest News

হরমনদের দলকে হারিয়ে মহিলা আইপিএলে খেতাব স্মৃতিদের

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের ম্যাচে সেঞ্চুরি স্কোরও চ্যালেঞ্জিং হয়। সেটাই দেখা গেল সোমবার শারজা ফাইনাল ম্যাচে। হয়তো শেষমেশ সহজেই জিতল স্মৃতি মান্ধানার দল, কিন্তু তবুও একটা চাপা টেনশন তো ছিলই।

টসে জিতে প্রথমে বিপক্ষ দলকে ব্যাটিং করতে পাঠায় সুপারনোভাস। স্মৃতি মান্ধানা হয়ে উঠলেন ম্যাচের নায়ক, তিনি নিজের দল ট্রেইলব্লেজার্সের হয়ে ৪৯ বলে ৬৮ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছেন। স্মৃতির ইনিংসে ছিল ৫টি চার ও তিনটি ছয়।

স্মৃতি মান্ধানা যেমন ঝোড়ো ব্যাটিং করেছেন, তাঁকে যদি কেউ যোগ্য সহায়তা করতে পারতেন, তা হলে যাও বা টেনশন হয়েছে, তাও হতো না। তবুও তাদের জয় আটকানো যায়নি। স্মৃতির দল জিতল ১৭ রানে। সুপারনোভার হয়ে ভাল ব্যাটিং করেছেন অধিনায়িকা হরমনপ্রিৎ কাউর, তিনি ৩৬ বলে ৩০ রান করেছেন, বাকিদের বলার মতো রান কারোর নেই।

স্মৃতির দলের হয়ে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের বোলার সালমা খাতুন, তিনি ১৮ রানে তিন উইকেট পেয়েছেন। বাংলার ঝুলন গোস্বামী চার ওভার হাত ঘুরিয়ে উইকেট না পেলেও ১৭ রান দিয়েছেন।

স্মৃতি মান্ধানা রীতিমতো কাঁদিয়ে ছাড়েন সুপারনোভাসের বোলারদের। ওপেনিংয়ে নেমে তিনি সফল। এছাড়া দিয়েগো ডটিন ৩২ বলে ২০ রান, এবং শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ ১৬ বলে করেন ১০ রান।

স্মৃতির হাফসেঞ্চুরিতে এক পর্যায়ে ২ উইকেটেই ১১২ রান ছিল ট্রেইলব্লেজার্সের। সেখান থেকে রাধা যাদবের ঘূর্ণিতে ৬ রান যোগ করতে গিয়ে ৬টি উইকেট হারায় দলটি। প্রথম তিন ব্যাটসম্যানের পর কেউ দুই অঙ্কের রানে যেতে পারেননি। রাধা যাদব মাত্র ১৬ রানের বিনিময়ে নেন ৫টি উইকেট। এছাড়া পুনম যাদব ও সিরিবর্ধনে নেন ১টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর : ট্রেইল ব্লেজার্স ২০ ওভারে ১১৮/৮। স্মৃতি মান্ধানা ৬৮, রাধা যাদব ৫/১৬।

সুপারনোভা ২০ ওভারে ১০২/৭। হরমনপ্রিৎ ৩০, সালমা ৩/১৮।

ট্রেইল ব্লেজার্স জয়ী ১৬ রানে। ম্যাচের সেরা : স্মৃতি মান্ধানা

You might also like