শেষ আপডেট: 7th December 2023 14:59
দ্য ওয়াল ব্যুরো: একদিনের ম্যাচে শচীন তেন্ডুলকরের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড সদ্য শেষ হওয়া বিশ্বকাপেই ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। ওয়াংখেড়ের গ্যালারিতে বসে সেই দৃশ্য দেখেছেন স্বয়ং মাস্টার ব্লাস্টার। সেঞ্চুরির পর কোহলিকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান তাঁর অগ্রজ। তবে শচীনের ১০০ সেঞ্চুরি কি বিরাট ছুঁতে পারবেন?
এই বিষয়ে এখনও নানা মুনির নানা মত। কেউ বলছেন, বিরাটের কাছে কিছুই অসম্ভব না। কারণ ইতিমধ্যে তাঁর ৮০টি সেঞ্চুরি হয়ে গিয়েছে। বাকি এখনও ২০টি। কোহলি আপাতত যে ফর্মে রয়েছে, এমনকী বিশ্বকাপে যে বিধ্বংসী মেজাজে তাঁকে দেখা গিয়েছে, তা বজায় থাকলে খুব শিগগিরই সেই মাইলফলক ছুঁয়ে ফেলবেন।
আবার অনেকেই এটাকে অসম্ভব না বললেও বেশ কঠিন বলে মানছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন ব্রায়ান লারা। এই প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটারের মতে, “বিরাটের এখন ৩৫ বছর বয়স। যদি প্রতিবছর ৫টি করেও সেঞ্চুরি হবে ধরে নিই, তাহলেও আরও চারবছর সময় লাগবে। ৩৯ বছর বয়সে পৌঁছে সেটা বেশ চাপের হতে পারে।”
তবে কোহলি যে পারবেন না, এমনটা বলছেন না লারা। তাঁর কথায়, “আমি নিশ্চিতভাবে বলব না যে পারবে না। তবে যারা বিষয়টিকে খুবই সহজভাবে দেখছেন, তাঁরা ক্রিকেটীয় যুক্তিকে আমল দিচ্ছেন না। বয়স কারও জন্য থেমে থাকে না। আজ থেকে চার বছর পরেও কোহলি এমন বিধ্বংসী মেজাজে থাকবে, সেটা ভাবা উচিত নয়।”
উল্লেখ্য, চলতি বছর একদিনের বিশ্বকাপে বিরাট দুরন্ত ফর্মে থাকলেও আসন্ন টি-২০ বিশ্বকাপে তিনি আদৌ দলে জায়গা পাবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপেও দলের অধিনায়কত্বের ভার রোহিতকেই দিতে চাইছে বিসিসিআই। তবে তিন নম্বরে বিরাটের বদলে তরুণ কোনও ক্রিকেটার রয়েছে বোর্ডের ভাবনায়।