
পাঁচে পাঁচ বাবররা, জিতে সেমিতে তাদের সামনে অস্ট্রেলিয়া
অন্যদিকে, গ্রুপ-১’এক এক নম্বর দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট হাতে পেয়েছে অজিরা। এই অবস্থায় গ্রুপ-১’এর চ্যাম্পিয়ন অর্থাৎ ইংল্যান্ড সেমিফাইনাল খেলবে গ্রুপ-২’এর রানার্স নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অপর সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ-২’এর চ্যাম্পিয়ন পাকিস্তান ও গ্রুপ-১’এর রানার্স অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: বিদায়ঘন্টা বাজতেই দুবাইতে প্র্যাকটিসই বাতিল করে দিল টিম কোহলি
ফাইনাল ম্যাচ হবে ১৪ নভেম্বর, রবিবার। এই ম্যাচও ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টা থেকে।
We have our Men's #T20WorldCup 2021 semi-finalists 🔥
Australia, England, New Zealand and Pakistan! pic.twitter.com/l85eefLmKH
— ICC (@ICC) November 7, 2021
গ্রুপ ১ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ। গ্রুপ ২ থেকে ভারত ছাড়াও ছিটকে গিয়েছে আফগানিস্তান, নামিবিয়া, স্কটল্যান্ড।
রবিবার শারজায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। বাবর আজম ও শোয়েব মালিকের জোড়া অর্ধশতরানে ভর করে নির্ধারিত ২০ ওভারে তারা ৪ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তোলে। জবাবে ব্যাটিং করতে নেমে স্কটল্যান্ড ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রানে আটকে যায়। ৭২ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় পাক দল।
সেমিফাইনালের সূচি
প্রথম সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (১০ নভেম্বর, বুধবার, আবু ধাবি, ৭টা ৩০)।
দ্বিতীয় সেমিফাইনাল: পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (১১ নভেম্বর, বৃস্পতিবার, দুবাই, ৭টা ৩০)।