শেষ আপডেট: 12th March 2025 17:18
দ্য ওয়াল ব্যুরো: ‘আইসিসি ভারতের অঙ্গুলিহেলনে চলে। আইসিসি মানেই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। কাল যদি ভারত বলে ক্রিকেটে ওয়াইড আর নো বল থাকবে না, আপনি মিলিয়ে নেবেন, আইসিসি সেটাই মেনে নেবে।‘
না, ঈর্ষাতুর কোনও পাকিস্তানি ভক্ত কিংবা বিতর্কিত পাক ক্রিকেটার নন। বিসিসিআইকে একহাত নিয়ে আইসিসির সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের তুলোধনা করলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডি রবার্টস।
ইস্যু অবশ্যই সদ্যসমাপ্ত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং সেই সংক্রান্ত ভেন্যু বিতর্ক। এর আগে রিচার্ডসের একদা সতীর্থ, আরেক কিংবদন্তি ভিভ রিচার্ডস ভারতকে বিঁধেছিলেন। এবার সেই সুরেই সুর মিলিয়ে রবার্টস বলেন, ‘কিছু একটা বদলাতে হবে। ভারত সবকিছু পেতে পারে না। আইসিসির কখনও কখনও ভারতকে না বলা উচিত। গত বছর টি-২০ বিশ্বকাপেও ওরা অ্যাডভান্টেজ পেয়েছিল। আগেভাগে জেনে গিয়েছিল, কোথায় সেমিফাইনাল আয়োজিত হতে চলেছে।‘
সেই ট্র্যাডিশন এখনও চলছে। সাফ দাবি রবার্টসের। বলেন, ‘এবারও চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত এতটুকু যাতায়াত করেনি। কীভাবে একটি দল টুর্নামেন্টে সামান্য যাতায়াত না করে থাকে? আমার মতে, আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। ভারত সবকিছু নিয়ন্ত্রণ করে। যদি কাল ভারত বলে, ক্রিকেটে নো-বল থাকবে না, ওয়াইড উঠে যাবে, বিশ্বাস করো, আইসিসি কোনও একটা উপায়ে তাদের সন্তুষ্ট করার চেষ্টা চালাবে।‘
উল্লেখ্য, রাজনৈতিক টানাপোড়েন এবং নিরাপত্তার কারণ দর্শিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি টিম ইন্ডিয়া। এই নিয়ে কোনও মন্তব্য না করলেও রবার্টস বলেন, ‘লোকজনের নিজেদের দাবি থাকতেই পারে। এই নিয়ে কিছু বলব না। রাজনীতিতে জড়াতে চাই না। কিন্তু এসবের মাথায় যারা রয়েছে, যারা সবকিছু নিয়ন্ত্রণ করে, সেই আইসিসি-ই আসলে সবকিছুর মূল। তারাই সমস্যার কারণ।‘