শেষ আপডেট: 1st August 2024 14:50
দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনির ভক্ত যে একজন ক্রিকেটারই হতে হবে, এমন কোনও মানে নেই। তিনি এমন একজন কিংবদন্তি, যিনি প্রেরণা দেন বাকি খেলার চরিত্রদেরও।
স্বপ্নিল কুসালে যেমন, তিনি বুধবার অলিম্পিক্সের ৫০ মিটার থ্রি পজিশন রাইফেল ইভেন্টের ফাইনালে তিনি ব্রোঞ্জ জিতেছেন প্যারিসে প্রচারমাধ্যম তাঁকে ঘিরে ধরেছিল। তিনি কোথা থেকে উঠে এসেছেন, তাঁর পরিবারের কথা, তাঁর প্রেরণা কে, এই প্রশ্নে তরুণ শুটার জানিয়েছেন, ‘‘ধোনি আমার পছন্দের ব্যক্তিত্ব। ওঁর মানসিকতা আমাকে বিশেষভাবে টানে। কারণ টেনশনের মুহূর্তে যেভাবে মাথা ঠাণ্ডা রাখে ধোনি, সেটাই আমাকে বরাবর আকর্ষণ করে। আমিও শুটিংয়ের সময় ধোনিকে অনুসরণ করি।’’
শুধু তাই নয়, ধোনি যেমন প্রথম জীবনে খড়গপুর স্টেশনের টিকিট কালেক্টর ছিলেন, স্বপ্নিলও তাই। তিনিও মধ্য রেলের টিটি। সেটাও মিডিয়াকে জানান ভারতের এই নামী শুটার। এমনকী স্বপ্নিলের দাদা ও বাবা শিক্ষক হলেও মা ভোপালের গ্রাম পঞ্চায়েত প্রধান।
মনু ভাকের যেমন শুটিংয়ে বাজিমাত করেছেন, তেমনি স্বপ্নিলও নিজের লক্ষ্য পূরণ করলেন। প্রথমে কেউ পাত্তা দিতে চায়নি। বরং তাঁর সতীর্থ ঐশ্বর্য সিং তোমারকে নিয়ে সকলের আশা ছিল। কিন্তু তিনি এদিন প্রাথমিক রাউন্ডে একাদশতম স্থানে শেষ করায়, ফাইনালের টিকিট পাননি। স্বপ্নিল দেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতে নজির গড়লেন।