শেষ আপডেট: 11th September 2021 14:01
দ্য ওয়াল ব্যুরো: ম্যাঞ্চেস্টার টেস্ট (Manchester Test) বাতিল হওয়ার ঘটনা ভালই প্রভাব ফেলছে। এবার ইংল্যান্ডের তিন নামী ক্রিকেটার আইপিএল (IPL) থেকে সরে গেলেন। পুরো ইংল্যান্ড দলই ভারতীয়দের ওপর দারুণ চটে গিয়েছে। গতকালই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ECB) মুখ্য কার্যনির্বাহী টম হ্যারিসন জানিয়েছিলেন, ভয়েই পালাল ভারতীয় দল। তিনি এও বলেছিলেন, শুধু কোভিডের কারণে নয়, ভারতের প্রস্তুতির অভাব ছিল, তাই খেলেনি। তার মধ্যে তিন ক্রিকেটারের আইপিএল থেকে নাম তুলে নেওয়ার ঘটনা অন্যদিকে মোড় নিল। শনিবার দুপুরে ইংল্যান্ডের তিন ক্রিকেটার, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস ও ডেভিড মালান সরে দাঁড়িয়েছেন আইপিএলের দ্বিতীয় পর্যায় থেকে। ওই তারকা ক্রিকেটাররা সরে দাঁড়ানোয় সমস্যা বেড়েছে তাঁদের ফ্র্যাঞ্চাইজিদের। বেয়ারস্টো খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। মালান পাঞ্জাব কিংসের ক্রিকেটার। তারকা অলরাউন্ডার ক্রিস ওকস খেলেন দিল্লি ক্যাপিট্যালসের হয়ে। আরও পড়ুন: অবশেষে স্বপ্নপূরণ, মা-বাবাকে প্রথম বিমানে চড়িয়ে খুশিতে ভাসছেন নীরজ একটি রিপোর্ট অনুযায়ী ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হওয়ার কারণেই নাকি ব্যাপক ক্ষুব্ধ ব্রিটিশ ক্রিকেটাররা। দ্য সান-এ প্রকাশিত, ব্রিটিশ ক্রিকেটারদের দাবি, অনেক ভারতীয় ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফই নাকি হোটেলের বাইরে ঘুরে বেড়িয়েছেন। অথচ তাঁদের কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। তাঁরা ইচ্ছে মতো ভ্রমণ করেছেন। দুই ক্রিকেটারকে ডিপার্টমেন্টাল স্টোরেও ঘুরতে দেখা গিয়েছে। একজন ফটোশ্যুট করতে বেরিয়েছিলেন। এর সঙ্গে আবার বাসের পরিবর্তে ট্রেনে করে লন্ডন থেকে ম্যাঞ্চেস্টারে গিয়েছিল ভারতীয় দল। তা ছাড়া রবি শাস্ত্রী এবং বিরাট কোহলির বই প্রকাশ অনুষ্ঠানে যাওয়া নিয়ে বিতর্ক তো রয়েছেই। টেস্ট বাতিলের ঘটনার দায় পুরোটাই ভারতীয় দলের, তেমনই অভিযোগ ইসিবি কর্তাদের। শুধু তাই নয়, ইংল্যান্ডের খেলোয়াড়রা মনে করছেন, সম্ভব হলে আরও দু-তিনদিন পিছিয়েই শুরু করা যেত ম্যাঞ্চেস্টার টেস্ট। কিন্তু আইপিএলের কারণেই তা সম্ভব হচ্ছে না। আপাতত ইংল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে পাড়ি দেবেন ভারতীয় ক্রিকেটাররা। ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্ট বাতিল হওয়ায় ইসিবির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। হাই প্রোফাইল সিরিজের নির্ণায়ক ম্যাচ আয়োজিত না হওয়ায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে ইসিবি ইংল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, এই ম্যাচ না হওয়ায় প্রায় ২০ মিলিয়ন ইউরো লোকসান হচ্ছে ইংল্যান্ড বোর্ডের। ভারতীয় মুদ্রায় যার অর্থমূল্য প্রায় ২০০ কোটি টাকা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'