শেষ আপডেট: 11th March 2025 13:47
দ্য ওয়াল ব্যুরো: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে খেতাব জয় করেছে। কিন্তু, ট্রফি দেওয়ার সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও আধিকারিক উপস্থিত ছিলেন না। ব্যাপারটা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাই। টুর্নামেন্টের পর এই ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' নামে খ্যাত পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। এই ব্যাপারে অবশেষে মুখ খুলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। কেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও আধিকারিক উপস্থিত ছিলেন না, সেই ব্যাপারটাও খোলসা করা হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল সমারোহে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও আধিকারিক উপস্থিত ছিলেন না। অন্যদিকে, বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান রজার ডুসে এবং আইসিসি চেয়ারম্য়ান জয় শাহ এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অথচ এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পাকিস্তানের উপরেই ছিল।
এনডিটিভি-র একটি রিপোর্ট অনুসারে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র নাকি দাবি করেছে যে আইসিসি শুধুমাত্র পিসিবি চেয়ারম্য়ান মহসিন নকভিকেই আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু, নকভি আগেই পরিকল্পনা বদল করেন এবং জানিয়ে দেন যে আসতে পারবেন না। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তান এই তত্ত্ব একেবারে খারিজ করে দিয়েছে। পিসিবি-র পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, আয়োজক দেশ হিসেবে পাকিস্তানকে সেভাবে গুরুত্বই নাকি দেয়নি আইসিসি।
জিও টিভি-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে আইসিসি-র এক আধিকারিক বলেছেন, 'মহসিন নকভি আগেই জানিয়ে দিয়েছিলেন যে পাকিস্তানে থাকবেন না। সেকারণেই ফাইনাল ম্য়াচে দুবাই আসতে পারবেন না। আইসিসি শুধুমাত্র আয়োজক ক্রিকেট বোর্ডের শীর্ষ আধিকারিককেই আমন্ত্রণ জানাতে পারে। যেমন - প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্য়ান কিংবা সিইও। সংশ্লিষ্ট বোর্ডের অন্য আধিকারিকরা উপস্থিত থাকলেও, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁরা অংশগ্রহণ করতে পারেন না।'