Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Varun Chakravarthy on Abhishek Nayar

IPL 2025: নাইট শিবিরে যোগ দিতে চলেছেন ‘অপসারিত’ অভিষেক? বরুণের ইনস্টাগ্রাম স্টোরিতে জল্পনা

চুক্তির মেয়াদ শেষের আগেই টিম ইন্ডিয়া ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে অভিষেক নায়ারকে। কোচ গৌতম গম্ভীরের সহকারী হিসেবে কাজ করছিলেন তিনি।

IPL 2025: নাইট শিবিরে যোগ দিতে চলেছেন ‘অপসারিত’ অভিষেক? বরুণের ইনস্টাগ্রাম স্টোরিতে জল্পনা

বরুণ চক্রবর্তী ও অভিষেক নায়ার

শেষ আপডেট: 18 April 2025 14:00

দ্য ওয়াল ব্যুরো: চুক্তির মেয়াদ শেষের আগেই টিম ইন্ডিয়া ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে অভিষেক নায়ারকে। কোচ গৌতম গম্ভীরের সহকারী হিসেবে কাজ করছিলেন তিনি।

কেন হঠাৎ অপসারিত করা হল নায়ারকে, এই নিয়ে কোনও কিছু বিসিসিআইয়ের তরফে জানানো না হলেও সূত্রের খবর, অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন ড্রেসিংরুমের গোপন খবর পাঁচকান করার চক্রে জড়িত থাকার কিংবা তাতে ইন্ধন জোগানোর জেরেই চাকরি গিয়েছে অভিষেকের।

এই অনুমান শুধুই জল্পনা নাকি এর কোনও ভিত্তিও রয়েছে—তা খোলসা হওয়ার আগেই উস্কে উঠল দ্বিতীয় দফার প্রশ্ন। এবার কি ভারতের সাজঘর ছেড়ে পুরনো ডেরা কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে চলেছেন অভিষেক? এই ধোঁয়াশা উস্কে দিয়েছেন কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তী। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিষেকের সঙ্গে নিজের পুরনো ছবি শেয়ার করেছেন তিনি। এটুকুই যথেষ্ট। পুরনো দিনের ছবিতে অভিষেক নায়ারের ঘরে ফেরার ইঙ্গিত খুঁজে পেয়ে উৎফুল্ল হয়ে ওঠেন নাইট সমর্থকদের বড় অংশ।

উল্লেখ্য, এর আগে কলকাতায় গম্ভীরের ডেপুটি হিসেবে কাজ করেছেন অভিষেক। তিন নম্বর আইপিএল খেতাব জয়ের অন্যতম নেপথ্যকাণ্ডারীও ছিলেন তিনি। ড্রেসিংরুমের খবরাখবর বাইরে চালান করার অপরাধেই টিম ইন্ডিয়ার কোচিং টিম থেকে অভিষেক সহ আরও দুই পুরনো সদস্যকে ছাঁটাই করেছে বিসিসিআই। তাঁরা হলেন: ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ট্রেনার সোহম দেশাই। এই বহিষ্কার নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। কিন্তু সূত্রের খবর, তিনজনকেই আলাদা করে চাকরি যাওয়ার খবর জানিয়ে দেওয়া হয়েছে। আগামীতে কে বা কারা তাঁদের জায়গায় স্থায়ীভাবে নিযুক্ত হবেন, হলে সেটা কবে—সেই বিষয়েও নিরুত্তর বিসিসিআই।

এমনিতে সহকারী কোচ অভিষেক নায়ার খেলোয়াড়দের মধ্যে বেশ জনপ্রিয়। আট মাস আগে দলের দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে নায়ার ও দিলীপ তিন বছর ধরে টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন।

সূত্রের খবর, ছাঁটাইয়ের পাশাপাশি বোর্ড একটি ফরমানও জারি করেছে। যেখানে বলা হয়েছে, এবার থেকে তিন বছরের বেশি সময় ধরে দলের সঙ্গে যুক্ত কোনও সহকারী কোচ ও সদস্যকে প্রয়োজনে সরিয়ে দেওয়া হতে পারে। তিন বহিষ্কৃত সাপোর্ট স্টাফের জায়গায় অস্থায়ীভাবে যাঁদের রাখা হয়েছে তাঁরা হলেন: রায়ান টেন দুশখতে, আদ্রিয়ান লি রাক্স ও শীতাংশু কোটাক। তাঁরা কতদিন দায়িত্বে থাকবেন, এই নিয়েও মুখে কুলুপ এঁটেছে বিসিসিআই।


ভিডিও স্টোরি