শেষ আপডেট: 16th March 2025 19:02
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। তারপর লা লিগায় জিতেছে ভিয়ারিয়ালের বিরুদ্ধে। কয়েক দিনের মধ্যে পরপর জয়৷ তা সত্ত্বেও নাখুশ রিয়াল ম্যানেজার কার্লো আন্সেলোত্তি। ম্যাচের সময় নিয়ে আপত্তির কথা খোলসা করেছেন তিনি।
যদিও শুধু বিরক্তি নয়৷ আন্সেলোত্তি রীতিমতো হুমকি দিয়েছেন। গত সপ্তাহে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদকে পরাস্ত করে রিয়াল। দ্বিতীয় লেগের লড়াই শুরু হয়েছিল স্থানীয় সময় রাত ৯টায়। নির্ধারিত নব্বই মিনিটের পরেও অতিরিক্ত সময়ে গড়ায় সেই খেলা। তারপর চলে পেনাল্টি। সব মিলিয়ে অন্তিম ফলাফল আসতে আসতে মাঝরাত পেরিয়ে যায়৷
এর পরের ম্যাচ ছিল গতকাল, শনিবার। স্থানীয় সময় সাড়ে ছ'টায়। হিসেবমতো, ৭২ ঘণ্টারও কম সময়ে দুটো লড়াই খেলতে মাঠে নামেন ভিনিসিয়াস জুনিয়ররা। অথচ হিসেবমাফিক, খেলোয়াড়দের স্বাস্থ্য ও ফিটনেসের কথা মাথায় রেখে ফিফার নির্দেশিকা খুব স্পষ্ট: ন্যূনতম ৭২ ঘণ্টা বিরতি ছাড়া সূচি প্রণয়ন করা চলে না। যদিও অন্তিম সিদ্ধান্তের ভার ছাড়া হয়েছে সংশ্লিষ্ট প্রতিযোগিতার কর্তৃপক্ষের উপর। এক্ষেত্রে যেমন লা লিগার হাতেই ছিল শিডিউল বানানোর দায়িত্ব।
তাই ম্যাচ জিতে লা লিগা কর্তৃপক্ষকে নিশানা করেছেন আন্সেলোত্তি৷ রীতিমতো বয়কটের হুমকি দিয়ে তিনি বলেছেন, ‘আজই শেষবারের মতো এভাবে খেলতে নামলাম। এরপর কমপক্ষে ৭২ ঘণ্টার বিশ্রাম না দিলে আর খেলব না। ম্যাচের সময়সূচি বদলানো নিয়ে আমরা লা লিগাকে দুবার অনুরোধ করেছি। কিন্তু তারা কান দেয়নি৷ এটাই শেষ সুযোগ। আর নয়।’