শেষ আপডেট: 14th March 2025 16:04
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গিয়েছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে চড়তে শুরু করেছে সমর্থকদের উত্তেজনার পারদও। গত মরশুমে আইপিএল খেতাব জয় করেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার তারা সেই খেতাব ধরে রাখতে বদ্ধপরিকর। কেকেআর ব্রিগেড এখনও পর্যন্ত মোট তিনবার আইপিএল খেতাব জয় করেছে। এবার তারা অজিঙ্কা রাহানের নেতৃত্বে খেলতে নামবে। প্রসঙ্গত, আগামী ২২ মার্চ থেকে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। আর প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স।
কেকেআর আপাতত চতুর্থ আইপিএল খেতাবের দিকে তাকিয়ে রয়েছে। এর দলের সমর্থকরা তাকিয়ে রয়েছেন সেইসকল ক্রিকেটারদের দিকে, যাঁরা আসন্ন মরশুমে গেমচেঞ্জার হয়ে উঠতে পারেন। ২০২৫ আইপিএল টুর্নামেন্ট ইতিমধ্যে কলকাতাবাসীর দরজায় কড়া নাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে তিনজন এমন ক্রিকেটারের কথা আলোচনা করা যাক, যাঁরা যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন।
এই তিনজন ক্রিকেটার হতে পারেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার
কেকেআর ব্রিগেডের সবচেয়ে বিশ্বস্ত এবং প্রভাবশালী ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন সুনীল নারিন। তিনি নিজের পারফরম্যান্সের দৌলতে সবসময়ই সমর্থকদের নজর আকর্ষণ করে থাকেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের এই তারকা অলরাউন্ডার গত কয়েকবছর ধরেই নাইট ব্রিগেডের সাফল্যে অসাধারণ একটি ভূমিকা পালন করেছেন। ব্যাটিং এবং বোলিং, দুটো ডিপার্টমেন্টেই তিনি ম্যাচজয়ী পারফরম্যান্স করেন। পাওয়ারপ্লে চলাকালীন ধামাকাদার শুরুয়াত হোক কিংবা সঞ্চয়ী বোলিং, যাবতীয় বারুদ নারিনের মধ্যে ভরা আছে। আসন্ন মরশুমে আরও একবার নাইট ফ্র্যাঞ্চাইজির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। নিজের অভিজ্ঞতা এবং রহস্যময়ী স্পিনের জোড়া বিপক্ষ দলের ঘুম কেড়ে নিতে পারেন তিনি।
গত কয়েক আইপিএল মরশুমে রিঙ্কু সিং একজন রোমাঞ্চকর ফিনিশার হিসেবে নিজের নাম নথিভূক্ত করেছেন। ২০২৩ আইপিএল টুর্নামেন্টে তিনি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে একই ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে অবশ্য রিঙ্কু ব্যাটিংয়ে অতটাও ঝাঁঝ দেখতে পাওয়া যায়নি। মিডল অর্ডারে কেকেআর ব্রিগেডকে ভরসা দেওয়ার পাশাপাশি তিনি ডেথ ওভারেও যথেষ্ট কার্যকরী হয়ে উঠতে পারেন। এই পরিস্থিতিতে আগামী মরশুমে রিঙ্কু কলকাতা নাইট রাইডার্সের তারকা পারফর্মার হয়ে উঠতে পারেন।
টি-২০ ক্রিকেটে বোলারদের দুঃস্বপ্নের নাম আন্দ্রে রাসেন। বিধ্বংসী ব্য়াটিংয়ের দৌলতে তিনি যে কোনও সময় ম্যাচের রং বদলে দিতে পারেন। ইতিপূর্বে, ম্যাচজয়ী পারফরম্যান্স করে রাসেল সমর্থকদের প্রাণভ্রমরা হয়ে উঠেছিলেন। আশা করা যায়, এবারও তেমনই পারফরম্যান্সের রিপিট টেলিকাস্ট দেখা যেতে পারে। মাত্র কয়েক বলের মধ্যেই গোটা ম্যাচের ভবিষ্যৎ বদলে দিতে পারেন তিনি। আইপিএল টুর্নামেন্টের অন্যতম বিধ্বংসী ক্রিকেটার এই রাসেল। এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সকে যদি ভাল পারফরম্যান্স করতে হয়, তাহলে রাসেলকে অবশ্যই জ্বলে উঠতে হবে।