শেষ আপডেট: 11th April 2025 15:48
দ্য ওয়াল ব্যুরো: শিবির বদলেছেন। কিন্তু তাতে বন্ধুত্বে ভাটা পড়েনি। বরং, দেখা হতেই আগের মতো খুনসুটিতে মেতে উঠলেন এমএস ধোনি ও ডোয়েন ব্র্যাভো। একদা আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন ব্র্যাভো। দু’দফায়। আর দু’বারই অধিনায়ক ছিলেন ধোনি।
প্রাক্তন ক্যারিবিয়ান অলরাউন্ডার ময়দান থেকে অবসর নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, আইপিএল থেকেও। এখন তিনি কেকেআরের বোলিং কোচ। আজ চিপক স্টেডিয়ামে কলকাতার মুখোমুখি হতে চলেছে চেন্নাই। তার আগে সিএসকের নেট সেশনে হাজির হন ব্র্যাভো। তখন ব্যাট হাতে প্র্যাকটিস করছিলেন ধোনি। সেই সময় হঠাৎ পুরনো বন্ধুকে আসতে দেখে মাহির মুখে একগাল হাসি খেলে যায়। আর তিনি বলে ওঠেন, ‘এই দ্যাখো বিশ্বাসঘাতক হাজির!’
MS????DJ : MISS THIS VIBE! ????✨#WhistlePodu #Yellove ???????? pic.twitter.com/IlSd876zes
— Chennai Super Kings (@ChennaiIPL) April 11, 2025
এর জবাবে যদিও নিরুত্তর ছিলেন না ব্র্যাভো। হাসিমুখেই বলেন, ‘জীবন অবিচারে ভরা।‘ তারপর রবীন্দ্র জাদেজার দিকে এগিয়ে যান। জড়িয়ে ধরেন। শেষে ফের ধোনির কাছে এসে তাঁর সঙ্গে হাত মিলিয়ে কিছু বলতে শোনা যায় ব্র্যাভোকে।
প্রসঙ্গত, আজই চিপকে কলকাতার বিরুদ্ধে ‘অধিনায়ক ধোনি’র কামব্যাক হতে চলেছে। রুতুরাজ কনুইয়ে চোট পেয়েছেন। যে কারণে নেতৃত্বের দায়িত্ব ধোনির হাতেই তুলে দিয়েছে সিএসকে টিম ম্যানেজমেন্ট। দল হারছে। তিনি নিজে ফর্মে নেই। তাঁর অবসর নিয়ে প্রশ্ন উঠছে। মনোজ তিওয়ারির মতো প্রাক্তন ক্রিকেটাররা দাবি তুলেছেন, জয়ের রাস্তায় ফিরতে চাইলে ছন্নছাড়া চেন্নাই সুপার কিংসের ধোনিকে বাদ দেওয়া উচিত। এই অবস্থায় টিম থেকে না সরিয়ে মাহির হাতে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়ায় শুরু হয়েছে প্রবল বিতর্ক৷ কী করে ব্যাট হাতে ফর্ম হারিয়ে ফেলা, বয়সের থাবায় রিফ্লেক্স খোয়ানো ধোনিকেই নেতা হিসেবে বেছে নিল চেন্নাই—প্রশ্ন তুলেছেন অনেকে।
যদিও চলতি বিতর্কের মুখে কোচ স্টিফেন ফ্লেমিং জানান, রুতুরাজ গায়কোয়াড়ের জায়গায় এমএসডিকে নেতৃত্ব দেওয়া নিয়ে এতটুকু সংশয় ছিল না। শুধু তাই নয়৷ দায়িত্ব দেওয়ার পরও ধোনি পিছিয়ে আসেননি। সাগ্রহে তা গ্রহণও করেছেন।
ফ্লেমিং বলেন, ‘ধোনির মনে কোনও সংশয়ই ছিল না। উনি এগিয়ে এসে দায়িত্ব নিতে চেয়েছেন। তাই নিয়ে গোড়া থেকেই কোনও সন্দেহ তৈরি হয়নি৷ আমরা অনেক বিকল্পের কথাই ভেবেছিলাম৷ দলে অনেক খেলোয়াড় রয়েছেন। যাঁরা দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত৷’ যদিও শেষমেশ সমস্ত দিক বিবেচনা করে ধোনিকেই বেছে নিয়েছে চেন্নাই শিবির৷
উল্লেখ্য, আইপিএলের গোড়া থেকে সিএসকের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০০৮-এ নেতৃত্ব পান৷ ২০২৩ সাল পর্যন্ত দলের হাল ধরে রাখেন। খেতাব জেতেন পাঁচবার। গত বছর সরে দাঁড়ান তিনি। দায়িত্ব দেওয়া হয় রুতুরাজ গায়কোয়াড়কে৷ ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমে জফ্রা আর্চারের বলে আহত হন তিনি৷ সেই চোট নিয়ে দুটো ম্যাচ খেললেও অবশেষে সরে দাঁড়িয়েছেন রুতুরাজ। এবার কুর্সিতে ধোনি। সামনে কেকেআর। দুটো দলই জয়ের রাস্তায় ফিরতে মরিয়া। এই অবস্থায় ন'নম্বরে ধুঁকতে থাকা চেন্নাই অধিনায়ক ধোনির জাদুদণ্ডে কামব্যাক করতে পারে কি না, আপাতত নজর সেদিকে।