শেষ আপডেট: 30th January 2025 17:32
দ্য ওয়াল ব্যুরো: ১৩ বছর বাদে ফের রঞ্জির মাঠে নেমেছেন বিরাট কোহলি। কিন্তু দীর্ঘ এত সময় পর ঘরোয়া ময়দানে নামলেও টেকনিকের যে সমস্যা আগে ছিল, তা এখনও বজায় রয়েছে। আর খোলা চোখেই সব নজরে পড়ছে। এর জন্য গভীর বিচার-বিশ্লেষণের প্রয়োজন নেই। জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ।
উল্লেখ্য, ২০১২ সালে শেষবারের জন্য দিল্লির হয়ে রঞ্জির জার্সি গায়ে চড়ান কোহলি। প্রতিপক্ষ উত্তরপ্রদেশ। দুই দলেই তারকার ভিড়। একদিকে দিল্লি। আর তখন দিল্লি মানেই বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীর, আশিস নেহেরা, ইশান্ত শর্মা এবং স্বয়ং বিরাট কোহলি। অন্যদিকে উত্তরপ্রদেশের হয়ে মাঠে নেমেছিলেন সুরেশ রায়না, ভুবনেশ্বর কুমার, প্রবীণ কুমার ও মহম্মদ কাইফ।
গাজিয়াবাদের ওই ম্যাচে দু’বার ভুবনেশ্বর কুমারের অফস্ট্যাম্পের বাইরের বল খোঁচা মেরে আউট হন কোহলি। এই প্রবণতা এখনও কাটিয়ে উঠতে পারেননি বিরাট। বর্ডার-গাভাসকার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ন’বার আউট হন। তার মধ্যে আটবারই আউটের ধরন এক—বল অফ স্ট্যাম্পের বাইরে এবং তাতে অবধারিতভাবে খোঁচা মেরেছেন কোহলি। আর তার ফলে বল গেছে উইকেটকিপারের দস্তানায় কিংবা স্লিপে দাঁড়ানো খেলোয়াড়ের হাতে।
এই প্রসঙ্গে কাইফের দাবি, ‘আমি জানতাম এটা কোহলির কাছে একটা পরীক্ষার সময় হতে চলেছে। ও নিশ্চয় ব্যাটের খোঁচা লাগাবেই লাগাবে। আর কার্যত তাই হয়। আমি অবাক হই এটা ভেবে, ২০১২ সালে যে সমস্যা দেখা দিয়েছিল, কোহলির ব্যাটিংয়ে এখনও সেই সমস্যা রয়ে গেছে। অস্ট্রেলিয়ায় যেভাবে আউট হয়েছে বিরাট, ঠিক সেভাবেই ওর শেষ রঞ্জি ম্যাচে ক্যাচ দিয়েছিল।‘
আজ রেলওয়েজের বিরুদ্ধে মাঠে নেমেছে দিল্লি। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তরুণ অধিনায়ক আয়ুষ বাদৌনি। বিরাটের ব্যাটিং দেখতে মাঠে ভিড় জমান প্রচুর অনুরাগী।