Latest News

১২ বছরের রেবেকার হাতে তৈরি স্কটল্যান্ডের বিশ্বকাপের জার্সি! স্বীকৃতি আইসিসি-র

দ্য ওয়াল ব্যুরো: তোমার বয়স কত? কিশোরীর জবাব ছিল ১২! কত? বললাম তো, ১২।

রেবেকার ডাউনির (Rebecca Downie) কীর্তির কথা আইসিসি (ICC) জেনে যাওয়ার পরে তাঁকে মোবাইলে ধরেছিলেন আইসিসি প্রতিনিধি। তারপরেই অবাক করা এই প্রশ্নোত্তর। তারপরেও ঘোর কাটেনি প্রশ্নকর্তার।

টোয়েন্টি ২০ বিশ্বকাপে স্কটল্যান্ড জাতীয় দল যে জার্সি পরে খেলছে, সেই জার্সির নকশা বানিয়েছে এই রেবেকা। স্কটল্যান্ডের হেডিংটন হাইস্কুলের ছাত্রী এই বিস্ময় কিশোরী।

আরও পড়ুন: আজব কাণ্ড, এক ওভারে চার উইকেট, তবু হ্যাটট্রিক পেলেন না নিউ গিনির পেসার

সব থেকে বড় কথা, স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জার্সির ডিজাইন বানানোর জন্য একটি বিজ্ঞাপন দিয়েছিল। মোট ২০০ জন ইমেল করে তাদের ডিজাইন দিয়েছিলেন, তার মধ্যে সেরা এই রেবেকা। সেটি তারা আইসিসিকে তৎক্ষণাৎ জানিয়ে দেয়।

রেবেকার নকশা অনুমোদন পাওয়ার পরে আইসিসি তাকে টিকিট পাঠিয়েছিল স্কটল্যান্ডের একটি খেলা দেখার জন্য। জিম্বাবোয়েতে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে খেলায় ওই বিস্ময় কিশোরী দলের ক্রিকেটারদের সঙ্গে পরিচয় করেন। রেবেকা এত মিষ্টি মেয়ে যে, সবাই গাল ধরে আদরও করেছেন।

এমনকি বিশ্বকাপের মঞ্চে রেবেকার জার্সি পরে খেলার পরে স্কটিশ অধিনায়ক কাইল কোয়েৎজার ফোনে ধরেন রেবেকাকে। সব ক্রিকেটাররা গোল করে বসে রেবেকার সঙ্গে কথা বলছিলেন।

কাইলই জানান, ‘‘রেবেকা তোমার স্বপ্ন সফল হল, আমাদেরও। তুমি আমাদের গর্বিত করেছ, তোমার কথা আমরা সবাইকে বলেছি, তোমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক।’’

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ

You might also like