শেষ আপডেট: 7th February 2025 13:52
দ্য ওয়াল ব্যুরো: জসপ্রীত বুমরাহর চোট কতটা গুরুতর, জানা যায়নি। আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হবেন কি না, সেই ছবিও স্পষ্ট নয়। এখনও স্ক্যানের রিপোর্ট হাতে আসেনি। তার আগে চলতি ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টিম লিস্ট, বিশেষ করে বোলার বাছাই দেখে মনে হচ্ছে, বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দলে জায়গা পাবেন না। অনুমান প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার।
গতকাল সিরিজের প্রথম ম্যাচে হরষিত রানাকে পেসার হিসেবে বেছে নেওয়া হয়। সাত ওভারে ৫৩ রানের বিনিময়ে তিন উইকেট তুলে নেন হরষিত। আকাশের মতে, সিরাজের আগে তাঁকে বেছে নিয়ে নির্বাচকেরা পারতপক্ষে এই সংকেতই দিতে চেয়েছেন যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহকে ছাড়াই দুবাইয়ের ফ্লাইটে উঠতে চলেছেন রোহিত শর্মারা। আর তাঁর বিকল্প হতে চলেছেন নবাগত হরষিত। আকাশ বলেন, ‘যদি বুমরাহ না খেলেন, তাহলে সিরাজের আগে হরষিতই ম্যানেজমেন্টের এক নম্বর পছন্দ।‘
এর পাশাপাশি অর্শদীপ সিংয়ের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আকাশের মতে, ‘আর কবে ওয়ান ডে ক্রিকেটে কামব্যাক করবেন অর্শদীপ? এই প্রশ্নটা জোরালো হয়ে দেখা দিয়েছে। তার কারণ তিনি দীর্ঘ দিন ধরে একদিনের ক্রিকেট খেলেননি।‘
শুধু বোলিং বিভাগ নয়। ব্যাটিং লাইন আপ নিয়েও প্রশ্ন তুলেছেন আকাশ চোপড়া। যশস্বী জয়সওয়ালের অভিষেকের ফলে এটা সাফ নজরে আসছে যে, নির্বাচকমণ্ডলী ঋষভ পন্থকে মোটেও বিকল্প হিসেবে ভাবতে চাইছে না। এই অবস্থায় ওপেনে যশস্বীর সঙ্গে রোহিত ব্যাট হাতে নামলে নাম্বার তিনে জায়গা পেতে পারেন শুভমান গিল। কিন্তু সেক্ষেত্রে বিরাট কি চারে চলে যাবেন? এই সম্ভাবনা ক্ষীণ। ফলে শুভমান-রোহিতই ওপেনে নামুন। বিরাট তিনে। আর উইকেট কিপারের ভূমিকায় কে খেলবেন তা নিয়ে লড়াইয় করুন পন্থ ও কে এল রাহুল। ব্যাটিং অর্ডার বাছাই নিয়ে এমনই বিকল্প প্রস্তাব রেখেছেন আকশ চোপড়া।