টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 2 April 2025 13:52
দ্য ওয়াল ব্যুরো: ২ এপ্রিল, ২০১১।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় দিন। যেদিন দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ ক্রিকেট জিতেছিল টিম ইন্ডিয়া। আরব সাগরের তীরে রাতের আঁধার ঘুচিয়ে জেগে উঠেছিল গৌরবশশী!
এক বছর, দু'বছর নয়—দীর্ঘ আঠাশ বছর বাদে বিশ্বজয় করেন মহেন্দ্র সিং ধোনিরা। ফাইনালে গৌতম গম্ভীরের ৯৭ রান, জাহির খানের দুর্দান্ত স্পেল, ধোনি ও যুবরাজের অপ্রতিরোধ্য পার্টনারশিপ ভারতকে ট্রফি জিতিয়েছিল।
ঠিক ১৪ বছর পর সেই ঐতিহাসিক দিন ফিরে দেখলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় স্মৃতিকাতর সুরেশ রায়না থেকে যুবরাজ সিং। আবেগাপ্লুত বীরেন্দ্র সেহওয়াগও।
April 2, 2011 — the night we did it for a billion people… and for one man who carried Indian cricket on his shoulders for over two decades.
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 2, 2025
That World Cup wasn’t just a win. It was a thank you to a legend. We grew up watching @sachin_rt . That night, we played to give him the… pic.twitter.com/1U5J8Pt2dM
এক্স-হ্যান্ডেলে অনুভূতি জানাতে গিয়ে যুবরাজ লিখেছেন, ‘এপ্রিল ২, ২০১১—সেই রাতে আমরা কোটি কোটি মানুষের হয়ে এবং একজন মানুষ যিনি দু'দশক ধরে দলকে নিজের কাঁধে টেনে নিয়ে গিয়েছেন, তাঁর জন্য বিশ্বকাপ জিতেছিলাম। ওই বিশ্বকাপ নিছক একটি জয় ছিল না। ছিল একজন নায়ককে ধন্যবাদ জানানো। আমরা শচিনকে দেখেই বেড়ে উঠেছি। সে রাতে আমরা তাঁকে এমন মুহূর্ত উপহার দিয়েছিলাম, যার যোগ্য দাবিদার একমাত্র তিনিই। ১৪ বছর বাদে ওই জয়ের কথা ভাবলে এখনও গায়ে কাঁটা দেয়।’
ON THIS DAY in 2011, India scripted history by winning the ICC Cricket World Cup! I still get goosebumps thinking about that iconic moment when @msdhoni hit that six! But it wasn't just about one person, it was a team effort!
— Suresh Raina???????? (@ImRaina) April 2, 2025
Huge appreciation for the entire team's hard work,… pic.twitter.com/Oy5OCABNpF
সেহওয়াগের মন্তব্য, ‘এই দিন, ১৪ বছর আগে আমরা একদিনের ক্রিকেট বিশ্বকাপ জিতি। ২৮ বছর বাদে। এখন ৪২ বছর বাদে দুটো বিশ্বকাপ। যেটা দেখে সহজেই বোঝা যায়, বিশ্বকাপ জেতা কতখানি কঠিন। সে দিনটির কথা আমি ভুলব না। দু'বছর বাদে আরও একটি বিশ্বকাপ জিততে চাই।’
14 years ago #OnThisDay in 2011, we won the 50 over world cup after 28 years. 42 years now and 2 World Cups. Shows how difficult it is and what a significant day it was for all of us to make the dream come true. A day I can never forget. Hoping we win the next one in 2 years. pic.twitter.com/OawaIb9FMh
— Virrender Sehwag (@virendersehwag) April 2, 2025
একই সুরে শুভেচ্ছা জানিয়েছেন সুরেশ রায়নাও। বলেছেন, ‘এমএস ধোনি যখন ছক্কা মেরেছিলেন, ওই মুহূর্তের কথা ভাবলে এখনও গায়ে কাঁটা দেয়। কিন্তু বিশ্বকাপ জয় একজন মানুষের নয়, গোটা দলের পরিশ্রমের ফসল।’