শেষ আপডেট: 4th July 2024 07:42
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। টি২০ বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল ভারতীয় ক্রিকেট দল। আজ, বৃহস্পতিবার, ভোর ৬টা নাগাদই পৌঁছে যায় টিম, দিল্লি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন দলের সদস্যরা। রাত তিনটে থেকেই সেখানে ভিড় জমেছিল, বিশ্বজয়ী বিরাট-রোহিতদের দেখার জন্য। শেষমেশ এসে পৌঁছল বিশেষ বিমান এআইসি ২৪ ডব্লিউসি। এই বিমানেই বার্বাডোজ থেকে ভারতে এল টিম।
মাঝরাত থেকেই দিল্লি বিমানবন্দর চত্বর ছেয়ে গিয়েছিল ভারতীয় দলের জার্সি পরা, জাতীয় পতাকা গায়ে জড়ানো সমর্থকের ভিড়ে। বিরাট-রোহিতদের পোস্টারও থিকথিক করছিল। হবে নাই বা কেন। ১৭টা বছর পরে দেশে এসেছে টি২০ বিশ্বকাপ জয়ের ট্রফি। ফলে উচ্ছ্বাসের মাত্রাও অনেকটাই বেশি।
এদিন টিম ইন্ডিয়া বিমানবন্দর থেকে বেরোতেই বাঁধ ভেঙে যায় সমর্থকদের উচ্ছ্বাস। সামাল দিতে হিমসিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। সমর্থকদের উদ্দেশে হাতও নাড়েন বিরাট। তারপরে সকলে মিলে সোজা তিন নম্বর টার্মিনালের সামনে দাঁড়িয়ে থাকা টিম বাসে উঠে পড়েন। তাঁদের গলায় ছিল বিশ্বকাপ জয়ের পদক। টিম হোটেলে পৌঁছেছে ভারতীয় দল, সেখানেই রোহিতদের জন্য বিশেষ কেকের ব্যবস্থা করা হয়েছে।
HUGE WELCOME FOR CAPTAIN ROHIT SHARMA AND HIS ARMY AT DELHI AIRPORT ????????.
— Vishal. (@SPORTYVISHAL) July 4, 2024
IT'S A FESTIVAL, IT'S WORLD CUP ????.pic.twitter.com/3JKyq55tYl
ওদিকে বার্বাডোজে ফাইনালের পর থেকেই হারিকেন ঝড়ের দুর্যোগে বন্ধ হয়ে গেছিল বিমানবন্দর। জারি হয়েছিল কার্ফু। বিদ্যুৎ পরিষেবাও ভেঙে পড়েছিল। এই অবস্থায় বার্বাডোজ থেকে ভারতীয় দলকে নিরাপদে দেশে ফেরানোর পদক্ষেপ করে বিসিসিআই। ব্যবস্থা করে এয়ার ইন্ডিয়ার চার্টার্ড ফ্লাইটের। তাতেই ফেরেন রোহিতরা।
#WATCH | "It's home" tweets BCCI as Team India lands at Delhi airport after winning the #T20WorldCup2024 trophy.
— ANI (@ANI) July 4, 2024
(Video Source: BCCI) pic.twitter.com/4j6W79ueDD
বিসিসিআই সূত্রের খবর, আজ সকাল ১১টা নাগাদ 'মেন ইন ব্লু' দেখা করতে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তিনি তাঁদের সকলকে নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন।
দিল্লি থেকে ক্রিকেটাররা বিকেলের বিমানে পৌঁছবেন মুম্বই। সেখানে কার্যত জনপ্লাবন হবে। কারণ মুম্বইয়ের নরিম্যান পয়েন্ট থেকে বিজয়যাত্রা করার কথা টিম ইন্ডিয়ার। হুডখোলা বাসে বিশ্বকাপ ট্রফি নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত হবে এই বিজয় প্যারেড।
এখানেই শেষ নয়। সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে বিশেষ অনুষ্ঠান। বিশ্বজয়ীদের দেওয়া হবে সংবর্ধনা, আর্থিক পুরস্কার। ১১ বছর কোনও ট্রফিতেই হাত ছোঁয়াতে পারেননি কোনও ভারত অধিনায়ক। সবকিছুর অবসান ঘটেছে গত ২৯ জুন। ভারত টি-২০ বিশ্বকাপ জয়ী হয়েছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে।
সেই জয়ের পর তাঁদের দেশে ফিরতে সময় লেগে গেল ঘূর্ণিঝড় পরিস্থিতির কারণে। বিগত ৪ দিন কার্যত হোটেলবন্দি ছিলেন রোহিতরা। হারিকেন বেরিলের ভয়ঙ্কর তাণ্ডবে তাঁদের দেশে ফেরাই প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল। গত সোমবার বিকেলে ভারতীয় দলের নিউইয়র্কের বিমান ধরার কথা থাকলেও তাঁরা হোটেলের বাইরে পা রাখতে পারেননি। তবে সবকিছুর অবসান হল। বিশ্বজয় করে দেশে ফিরলেন বিশ্বজয়ীরা।