শেষ আপডেট: 15th July 2024 08:12
দ্য ওয়াল ব্যুরো: উইম্বলডনে যেদিন জিতলেন স্পেনের কার্লোস আলকারাজ, সেদিনই ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তাদেরই দিন ছিল রবিবার।
সুইট সানডে স্প্যানিশদের কাছে। ইউরো ফাইনালে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে স্পেন এককথায় উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডকে। তারা শুরুতে গুটিয়ে থাকলেও পরে ফুল ফুটিয়েছে ম্যাচে। তারা এই নিয়ে চারবার ইউরো কাপ জিতল।
আলকারাজ যেমন টেনিসে জকোভিচের একাধিপত্য ধ্বংস করলেন। তেমনি বার্লিনে ইয়ামালদের দাপটে হ্যারি কেনদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। তারা দুইবার ফাইনালে উঠেও কাপ স্পর্শ করতে পারল না। ৫৮ বছরেও তারা বড় ট্রফি জেতেনি।
বার্লিনে ইউরো ফাইনালে প্রথমার্ধে গোলশূন্য থাকার পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে গিয়েছিল স্পেন। গোলদাতা উইলিয়ামস। ম্যাচের ৪৭ মিনিটের মাথায় গোল করলেন উইলিয়ামস। বক্সের ডান পাশে বল পাযন ইয়ামাল। তিনি তাঁর বাঁ দিকে থাকা নিকো উইলিয়ামসকে বলটি দেন, তিনি সেটিকে সহজেই ফিনিশ করেন।
2024 CHAMPIONS: Spain ????????#EURO2024 pic.twitter.com/8jGoI5ZSv0
— UEFA EURO 2024 (@EURO2024) July 14, 2024
কুকুরেয়ার অসাধারণ পাস থেকে গোল ওয়্যারজাবালের। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে এগিয়ে গেল স্পেন। তাঁর গোলেই শেষমেশ জিতে গিয়েছে স্পেন।
বিরতির পরে ৭৩ মিনিটে ইংল্যান্ড গোল করে ম্যাচে সমতা ফিরিয়েছে। গোলদাতা পামার। তিনি মাঠে নেমেই গোল করেছেন।
পামারের গোলে ম্যাচে ফিরিয়েছিল ইংল্যান্ড। সাকা উইং দিয়ে বক্সের ভিতর বেলিংহামের কাছে বল দেন। তিনি পালমারের জন্য এটি টাচ দেন যিনি বক্সের প্রান্ত থেকে এটি আঘাত করেন। তার স্ট্রাইক নিখুঁত ছিল গোলের মুখ খুঁজে নেন।
রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে। ইউরো কাপ ফাইনাল মানেই টেনশনের ম্যাচ। সেই কারণে শুরুতেই দুটি দলকে এলোমেলো দেখালেও পরে দুটি দল তেড়েফুড়ে আক্রমণে গিয়েছে।
শেষ হাসি ফুয়েন্তের দলের। তারা মোট চারবার ইউরোপ সেরা। আর টেনিসে আলকারাজও বলেছিলেন, স্পেন ইউরো কাপ জিতলে তার মনের আশা মিটবে। সেটাই হল রবিবার বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে।