শেষ আপডেট: 22nd January 2025 23:34
দ্য ওয়াল ব্যুরো : কলকাতার ইডেন গার্ডেন্সে দাপুটে পারফরম্যান্স করল ভারতীয় ক্রিকেট দল। ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সূর্য অ্যান্ড কোম্পানি ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করেছে। বরুণ চক্রবর্তীর স্পিনের ভেলকিতে ইংরেজ ব্যাটাররা আগেই নতিস্বীকার করেছিল। শেষপর্যন্ত তারা ১৩২ রানে গুটিয়ে যায়। এরপর ১৩৩ রানের টার্গেট তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া মাত্র ১২.৫ ওভারেই ম্যাচটা পকেটে পুরে নিয়েছে।
এই ম্যাচে অভিষেক শর্মা ব্যাট হাতে কার্যত তাণ্ডবলীলা চালালেন। মাত্র ৩৪ বলে তিনি ৭৯ রানের একটা বিধ্বংসী ইনিংস ভারতীয় ক্রিকেট দলকে উপহার দেন। সত্যি কথা বলতে কী, অভিষেকের সামনে ইংল্য়ান্ডের বোলিং ডিপার্টমেন্ট কার্যত দিশেহারা হয়ে পড়েছিল। এই জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
যদিও ম্যাচের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, এই জয়ের আসল কৃতিত্ব টসের। তাঁর কথায়, টস জেতাটাই টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচ জয়ের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল। তিনি বললেন, 'টস জেতার পর আমাদের মধ্যে একটা আলাদা উদ্দীপনা চলে আসে। এটাই ম্যাচের বেঞ্চমার্ক তৈরি করে দেয়। বোলরদের একটা নিজস্ব পরিকল্পনা ছিল। সেটা মাথায় রেখেই তারা বল করেছে। আর ব্যাটাররা তো কাজটা আরও সহজ করে দিয়েছে।'
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও আমরা একই কাজ করেছিলাম। নতুন বল হাতে হার্দিক দায়িত্ব তুলে নিয়েছে। সেকারণে আমরা একজন অতিরিক্ত স্পিনার খেলাতে পেরেছি। বরুণ যথেষ্ট প্রস্তুত ছিল। আর্শদীপও অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছে। ওদের প্রত্যেককে যথেষ্ট স্বাধীনতা দেওয়া রয়েছে। আমরা একটি আলাদা খেলতে চেয়েছিলাম। ফিল্ডিং এমন একটা জায়গা, যেখানে আমাদের উন্নতি দরকার ছিল। সেখানে যথেষ্ট পরিশ্রম করেছি। আর ফলাফলও পেয়েছি হাতেনাতে। ওই হাফ চান্সগুলো কাজে লাগাতে পেরেছি বলেই আজ এই ফারাকটা তৈরি করতে পেরেছি।'