শেষ আপডেট: 1st February 2025 11:51
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আপাতত পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ চলছে। এই সিরিজের চতুর্থ ম্যাচটা পুনেতে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ১৫ রানে জয়লাভ করেছে। পাশাপাশি সিরিজেও তারা ৩-১ ব্যবধানে অপরাজেয় লিড নিয়ে ফেলেছে। কিন্তু, একটা সময় মনে হয়েছিল যে এই ম্যাচটা ইংল্যান্ড ক্রিকেট দল সহজেই জিততে পাারবে। কিন্তু, টিম ইন্ডিয়া দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করে। ম্যাচ জেতার পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ফাঁস করলেন, কীভাবে টিম ইন্ডিয়া এই ম্যাচের রং মুহূর্তের মধ্যে বদলে দিল।
চতুর্থ টি-২০ ম্যাচ জেতার পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, টিম ইন্ডিয়ার প্রত্যেক ক্রিকেটারই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তিনি বললেন, 'আমরা পিছিয়ে পড়তে চাইনি। প্রত্যেকেই জানে যে ক্রিকেট কীভাবে খেলতে হয়। এক ওভারে তিন উইকেটে হারানোর ধাক্কাটা অনেক বড় ছিল। কিন্তু, যেভাবে শিবম এবং হার্দিক নিজেদের অভিজ্ঞতা উজাড় করে দিল, তা এককথায় অসাধারণ ছিল। আপাতত আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করে যাচ্ছি। অনুশীলন করার সময়ও ওদের যথেষ্ট আত্মবিশ্বাসী লাগছিল।'
সঙ্গে আরও যোগ করেছেন, 'এই ফলাফলে আমি অত্যন্ত খুশি। আমার মনে হয় যে আমরা একেবারে সঠিক রাস্তাতেই যাচ্ছি। আমার সবসময় মনে হচ্ছিল যে ৭-১০ ওভারের পর এমন একটা সময় আসবে, যখন এই ম্যাচটা আমাদের হাতে চলে আসবে। কয়েকটা উইকেট আমরা শিকার করেছিলাম। এরপর তৃতীয় সিমার হিসেবে এন্ট্রি হয় হর্ষিত রানার। ও যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। এককথায় অনির্বচনীয়।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চতুর্থ টি-২০ ম্যাচে ভারতীয় ক্রিকেট দলকে যথেষ্ট লড়াই করতে হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া দ্বিতীয় ওভারেই তিন উইকেট হারিয়ে ফেলেছিল। যদিও রিঙ্কু সিং ৩২ রান করে ভারতীয় ইনিংসকে কিছুটা হলেও সামলেছিলেন। এরপর হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের মধ্যে ৮৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপের দৌলতেই ভারত শেষপর্যন্ত ৯ উইকেটে ১৮১ রান করেছে। এরপর ইংল্যান্ড ব্যাট করতে নেমে ১৬৬ রানে অলআউট হয়ে যায়।
ভারতের হয়ে তিনটে করে উইকেট শিকার করেন হর্ষিত রানা এবং রবি বিষ্ণোই। ইংল্যান্ডের হয়ে সাকিব মেহমুদও এক ওভারে তিনটে উইকেট শিকার করেছিলেন। ব্যাট হাতে ইংরেজরা শুরুটা বেশ ভাল করেছিল। বেন ডাকেট এবং ফিল সল্ট প্রথম উইকেটে ৬২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।