শেষ আপডেট: 28th January 2025 21:47
দ্য ওয়াল ব্যুরো : ২০২৪ টি-২০ বিশ্বকাপ জেতার পর থেকেই সূর্যকুমার যাদবের সময়টা ভাল যাচ্ছে না। একটা সময় তাঁকে মিস্টার ৩৬০ বলা হত। সুপলা শটে কেড়ে নিতেন বিপক্ষ শিবিরের ঘুম। কিন্তু, সেইসব আপাতত অতীত। এখন এক একটা রান করার জন্য তাঁকে রীতিমতো লড়াই করতে হচ্ছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। আশা করা হয়েছিল, এই ম্যাচে হয়ত সূর্যের ব্যাটে রানের বন্যা দেখতে পাওয়া যাবে। বিশেষ করে দলের দুই ওপেনারই যখন শুরুতে ফিরে গিয়েছিলেন। কিন্তু, বিধাতার লিখন আর বদলাবে কে? মাত্র ১৪ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হল।
ষষ্ঠ ওভারে বল করতে এসেছিলেন মার্ক উড। ওভারের প্রথম বলেই উডকে পালটা আক্রমণ করতে যান সূর্য। কিন্তু ব্রিটিশ বোলারের গতির সামনে তিনি পরাস্ত হলেন। বলটা তাঁর ব্যাটের কানা লেগে সোজা উপরের দিকে উঠে যায়। এরপর ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ককে প্যাভিলিয়নের রাস্তা দেখাতে কোনও ভুল করলেন না ইংরেজ উইকেটকিপার ফিল সল্ট। তাঁর নিরাপদ গ্লাভসে বলটা জমা পড়ে। জয়ের জন্য ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৮ রান করেছে।
টি-২০ বিশ্বকাপ জেতার পরই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন রোহিত শর্মা। এরপর পাকাপাকিভাবে সূর্যকুমার যাদবকে এই ফরম্যাটে অধিনায়ক নির্বাচন করে টিম ইন্ডিয়া। অনেকেই ভেবেছিলেন, রোহিতের পর হয়ত হার্দিকের উপরই এই দায়িত্ব পড়তে চলেছে। কিন্তু, সূর্যকে অধিনায়ক করার সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিলেন। টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে সূর্য ১১ ম্যাচে ব্যাট করতে নেমেছেন। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার এই ডান হাতি ব্যাটির ২২ ব্যাটিং গড়ে মাত্র ২৪২ রান করেছেন। গত ১১ ইনিংসে তিনি মাত্র ২ হাফসেঞ্চুরি করেছেন। এই পরিসংখ্যানই স্পষ্ট করে দিচ্ছে যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সূর্যকুমার যাদব ব্যাট হাতে ঠিক কতটা অসহায় হয়ে পড়েছেন।