Date : 18th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মোদী-কার্নি বৈঠকে গলল বরফ, ভারত-কানাডা সম্পর্ক পুনরুদ্ধারের ইতিবাচক বার্তা কূটনৈতিক মহলেমোহনবাগানের উপর থেকে ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা, নতুন ফুটবলার নিতে বাধা নেই আরইজরায়েলি হামলায় তছনছ ঘনিষ্ঠ বৃত্ত, ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছেন আয়াতোল্লাহ খামেনিএখনই নিকেশ নয় খামেনিকে, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের নির্দেশ ট্রাম্পেরকসবায় স্ত্রী, পুত্রকে নিয়ে আত্মঘাতী বৃদ্ধ? মিলল 'সুইসাইড নোট'! কী লেখা তাতে?'হিরামান্ডি' ব্লকবাস্টার হিট, কিন্তু তারপর আর কাজ পাচ্ছেন না অদিতি, বলছেন, 'অপেক্ষায় আছি'কসবায় ট্যাংরা-কাণ্ডের ছায়া! একই ফ্ল্যাট থেকে উদ্ধার তিনজনের দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য১ জুলাইয়ের মধ্যে পে কমিশনের সুপারিশ রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ, রাজ্যকে হাইকোর্ট১৮ বছর পর আবার যুদ্ধের আবহে বলিউড, ফটো সেশনে 'বর্ডার ২' ছবির তারকারা, কারা থাকছেন?ডিএ মেটাতে ঋণের পথে নবান্ন?
SRH Players on Maldives

IPL 2025: আচমকা মালদ্বীপ ভ্রমণে সানরাইজার্স হায়দরাবাদ, কেন ভারত ছাড়লেন প্যাট কামিন্সরা?

এক্স-হ্যান্ডেলে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি (SRH) জানিয়ে দিল, যেহেতু সাত দিনের মধ্যে আর ম্যাচ নেই, তাই খেলোয়াড়দের ঐক্যসূত্রে বাঁধতে, ছুটি কাটানোর উদ্দেশ্যে, কিছুটা চাপমুক্তির আশাতেও গোটা দলকে মালদ্বীপ উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

IPL 2025: আচমকা মালদ্বীপ ভ্রমণে সানরাইজার্স হায়দরাবাদ, কেন ভারত ছাড়লেন প্যাট কামিন্সরা?

সানরাইজার্স হায়দরাবাদ দল

শেষ আপডেট: 27 April 2025 16:12

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল (IPL 2025) কি আচমকা বন্ধ হয়ে গেল? নাকি ভিন দেশে সরিয়ে নিয়ে যাওয়া হল টুর্নামেন্ট?

সানরাইজার্স হায়দরাবাদ দলের (SRH) মালদ্বীপ (Maldives) ভ্রমণকে ঘিরে দানা বাঁধল এমনই কিছু জল্পনা। অবশেষে দলের পক্ষে থেকেই সন্দেহ, প্রশ্ন নিরসন করা হল। এক্স-হ্যান্ডেলে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি (SRH) জানিয়ে দিল, যেহেতু সাত দিনের মধ্যে আর ম্যাচ নেই, তাই খেলোয়াড়দের ঐক্যসূত্রে বাঁধতে, ছুটি কাটানোর উদ্দেশ্যে, কিছুটা চাপমুক্তির আশাতেও গোটা দলকে মালদ্বীপ উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এমনিতে আইপিএলে মরশুমের (IPL) মধ্যে বিরতি মেলে না। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের যা শিডিউল তাতে তারা বেশ অপ্রত্যাশিত ‘ব্রেক’ পেয়েছে। আগামী সপ্তাহে গুজরাত টাইনটানসের বিরুদ্ধে পরের ম্যাচ। তার আগে কোনও খেলা নেই। সেই কারণে গতবারের ফাইনালিস্ট দল যাতে এবার ধুঁকতে থাকা অবস্থা থেকে জেগে উঠতে পারে তার জন্যই এই পরিকল্পনা।

প্রসঙ্গত, এবারের আইপিএলে প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছে হায়দরাবাদ। প্লে-অফের আশা জিইয়ে রাখতে চেন্নাইয়ের বিরুদ্ধে জিততেই হত। সেই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট হাতে ১৫৪ রানে তোলেন ধোনিরা।  হায়দরাবাদের হয়ে হর্ষল প্যাটেল ২৮ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। পাশাপাশি জয়দেব উনাদকাট ২১ রানে ২ উইকেট তুলে সিএসকে শিবিরে ধস নামান।

রান তাড়া করতে নেমে হায়দরাবাদ এক সময় খাদের কিনারে দাঁড়িয়েছিল। ১৩ ওভার ৫ বলে সংগ্রহে ১০৬ রান। অথচ ৫ জন ব্যাটসম্যান ততক্ষণে ড্রেসিং রুমে ফিরে গিয়েছেন।

এই পরিস্থিতি থেকে টিমকে টেনে তোলেন ঈশান কিষান ও কামিন্দু মেন্ডিস। ঈশান ৩৪ বলে ৪৪ রান ও মেন্ডিস ৩২ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত আট বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ। ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন হর্ষল প্যাটেল।

এই জয়ের সুবাদে আইপিএল টেবিলে আট নম্বরে উঠে এসেছে সানরাজার্স। ৯ ম্যাচে পয়েন্ট সংখ্যা ৬। অন্যদিকে চেন্নাই টেবিলের সর্বশেষ নাম। দুটি জয় ও সাতটি পরাজয়ের সুবাদে মাত্র চার পয়েন্টই তুলতে পেরেছেন ধোনিরা।


ভিডিও স্টোরি