শেষ আপডেট: 7th December 2024 19:17
দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির সাম্প্রতিক একটি ভিডিও দেখে স্তম্ভিত হয়েছে সকলে। ঠিক মতো উঠে দাঁড়াতে পারছিলেন না তিনি। এমনকী ছোটবেলার বন্ধু সচিন তেণ্ডুলকরকে সামনে পেয়েও তিনি উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরতে পারেননি। কাম্বলির কী হয়েছে তা নিয়ে এখন কৌতূহল। তবে ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর জানিয়েছেন, তাঁরা আবার বিনোদ কাম্বলিকে নিজের পায়ে দাঁড় করাবেন।
কাম্বলির এক ঘনিষ্ঠ বন্ধু প্রাক্তন ক্রিকেটারের শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, কাম্বলিকে ১৪ বার রিহ্যাবে নিয়ে যাওয়া হয়েছিল। ওঁর শরীরে একাধিক রোগ বাসা বেঁধেছে। তবে তাঁকে সুস্থ করে তুলতে যাবতীয় চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সুনীল গাভাসকর। তিনি বলেছেন, ১৯৮৩ সালের ভারতীয় টিম কাম্বলিকে সুস্থ করে তুলবে। গাভাসকরের কথায়, কাম্বলির মতো ক্রিকেটাররা তাঁদের সন্তানের মতো তাই এইটুকু তাঁরা করতেই পারেন।
গাভাসকরের কথায়, ''১৯৮৩ সালের টিম যুব খেলোয়াড়দের নিয়ে অনেক বেশি চিন্তিত। আমার কাছে তাঁরা কেউ নাতির মতো, আবার কেউ ছেলে। আমি সাহায্য কথাটা বলতে চাই না। তবে আমরা বিনোদ কাম্বলির দেখভাল করব, তাঁকে আবার নিজের পায়ে দাঁড় করাব। এবার কীভাবে এসব হবে, সেটা পরে ভেবে দেখা যাবে।'' তিনি এও বলেন, এমন আরও অনেক ক্রিকেটারদের পাশে তাঁরা দাঁড়াতে চান যাঁরা কপালের দোষে আজ এইরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন।
২০১৩ সালে কাম্বলি হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকে তাঁর শরীর আরও খারাপ হয়ে যায়। ২০২৪ সালের অগাস্ট মাসে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে মুম্বইয়ের রাস্তায় কাম্বলিকে দেখা গিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে তিনি সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না। একটা মোটরবাইকে ঠেস দিয়ে তাঁকে দাঁড়াতে হচ্ছিল।
সচিন তেন্ডুলকর এবং বিনোদ কাম্বলির সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে। ভিডিওয় দেখা গেছিল, একটি ইভেন্টে তাঁরা দুজনেই উপস্থিত হয়েছেন। সচিন তাঁর চেয়ার থেকে উঠে কাম্বলির সঙ্গে দেখা করতে যান। কাম্বলিও তাঁর বন্ধুকে দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। সচিনের সাহায্য নিয়ে তিনিও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, শেষপর্যন্ত যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হয়।