শেষ আপডেট: 26th April 2023 08:45
দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই দলের হাল ভাল নয়। শেষ ম্যাচে গুজরাতের কাছে গো হারান হেরেছে। দলের নেতা রোহিতও যে দারুণ ফর্মে বলা যাবে না।
ভারতীয় ক্রিকেটের আইকন সুনীল গাভাসকার (Sunil Gavaskar) মনে করছেন রোহিতকে চলতি আইপিএলে (IPL) বেশ কতগুলি ম্যাচে বিশ্রাম নিতে হবে। না হলে সেটি পরে সমস্যা ডেকে আনতে পারে।
সানির মত হচ্ছে রোহিত ভারতীয় দলের অধিনায়ক তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভেবে তার কিছু ম্যাচে সরে যাওয়া উচিত হবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে জুন মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তাই ওই ম্যাচে তরতাজা রোহিতকে দেখতে চান লিটল মাস্টার। সানি বলছেন, দেশের স্বার্থ সকলের আগে দেখতে হবে। তারপর বাকি কিছু।
সানি যতই এগুলো বলুন না কেন আইপিএলে খেলার বিষয়ে দলের চাপ থাকে। কোটি কোটি টাকা নিয়ে না খেললে সেই নিয়ে বিতর্ক তৈরি হয়। তাই রোহিত ছাড়াও বাকিদের ওপরও চাপ থাকে বিস্তর।
গাভাসকার আরও বলছেন বেশ কিছু ম্যাচে বিশ্রাম নিয়ে রোহিত আবার প্লে অফে নামুন। যদি মুম্বই প্লে অফে খেলার যোগ্যতা পায়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যে ভারতের কাছে বিশেষ মর্যাদার, সেটি উল্লেখ করে সানি বলেছেন, রোহিতের অধিনায়কত্বে যদি ভারত টেস্টে সেরা দল হতে পারে তার চেয়ে আনন্দের আর কিছুতে নেই।
শারজা স্টেডিয়ামে শচীনের নামে স্ট্যান্ড, মরুশহর মনে করল মাস্টারকে