শেষ আপডেট: 17th May 2024 20:34
দ্য ওয়াল ব্যুরো: গতকাল বৃহস্পতিবার সকালে আচমকা অবসর ঘোষণা করেছেন সুনীল ছেত্রী। তারপর থেকেই ভারতীয় ফুটবলে বিষাদের ছায়া। সুনীলের পর কে জাতীয় দলের হাল ধরবে? সামনে কোনও নাম নেই। সেইজন্যই ভাবনায় প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে ফেডারেশন কর্তারা।
সুনীল অবশ্য অবিচলিত। তিনি টানা ১৯ বছর ধরে অবিরাম চাপ নিয়ে চলেছেন। শেষ ম্যাচ ৬ জুন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও সেই চাপ নিয়ে মাঠে নামতে হবে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা আইকনকে। কুয়েতের বিরুদ্ধে ম্যাচটিতে জিততে পারলেই তৃতীয় রাউন্ডে যাবে ভারতীয় দল।
সুনীলকে ওই ম্যাচেও গোলের জন্য ঝাঁপাতে হবে। তিনি জানেন সেটি, তাই শুক্রবার ভারতীয় প্রচারমাধ্যমের সঙ্গে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করলেন অধিনায়ক। এক ঘণ্টার ওই সাংবাদিক বৈঠকেও নিজেকে উজাড় করে দিয়েছেন। সুনীল বলেছেন, ‘‘এশিয়ান কাপের যোগ্যতাপর্বে মায়ানমারের কাছে হারটা সেবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাতেই আমরা ছিটকে যাই, সেটি আমার আক্ষেপ বলতে পারেন। তবে বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে আমাদের জেতেই হবে। সেদিন আমাদের জয়ের কথা ভেবেই মাঠে নামতে হবে।’’
ভবিষ্যৎ পরিকল্পনা কী, সেই নিয়ে জানতে চাইলে সুনীল বলেছেন, আপাতত ৬ জুন ম্যাচটি খেলে জিততে চাই। শেষ ম্যাচে ভাল একটা স্মৃতি নিয়ে মাঠ ছাড়তে চাই। তবে ৭ জুন আমি আবেগে ভাসব। সেদিন জানি না চোখের জল ধরে রাখতে পারব কীনা। তারপর দীর্ঘ ছুটিতে যাব। কারণ পরিবারকে এতবছর সময় দেওয়া হয়নি। তবে ক্লাব ফুটবল খেলব। বেঙ্গালুরুর হয়ে জুলাই মাসে ট্রেনিংয়ে ফিরব।’’
সুনীল কথা বলেছেন ভুবনেশ্বরে জাতীয় শিবির থেকে। তাঁর কথায় আবেগ নয়, বরং ছিল প্রত্যয়। তিনি জানিয়েছেন, ‘‘আমি একা দলকে টানিনি, বরং সবাই মিলে চেষ্টা করেছে বলেই আমি সুনীল ছেত্রী হতে পেরেছি। আমার জীবনে অনেকের অবদান। সবচেয়ে বড় অবদান, আমার মা-বাবা ও স্ত্রীয়ের। তারপর সতীর্থ ও কোচদের কথা বলতে চাই। তবে আমার জীবনটা সিনেমার মতো, দীর্ঘ এক সিনেমা।’’
সুনীল এমন একটা সময়ে জাতীয় দলকে বিদায় জানাতে চলেছেন, যখন তাঁর মোট গোলসংখ্যা ৯৪। সেই নিয়ে ভারত অধিনায়ক বলেছেন, ‘‘আমার ১০০ গোল নিয়ে কোনও আক্ষেপ নেই। আমি যা অর্জন করেছি, যা এতদিনে পেয়েছি সেটাই অনেক। কোনওদিন ভাবিনি দেশের হয়ে ১৫০টি ম্যাচ খেলব। ভাবিনি কোনওদিন ৯৪টি গোল করব। তাই ওইসব ভেবে কোনওদিন ফুটবল খেলিনি।’’