
সুনীলের গোলেই নেপাল বধ ভারতের, লাইফলাইন পেলেন কোচ ইগর
এই ম্যাচ না জিতলে ভারতের ছুটি হয়ে যেত, কিন্তু মালদ্বীপের এই ম্যাচে সুনীলই বাঁচালেন দলকে। নেপালের বিরুদ্ধে এর আগে ১০টি ম্যাচে ছয়টি গোল ছিল সুনীলের। সেই রেকর্ড উন্নত হল আরও, তিনি করলেন মোট সাতটি গোল।
FULL-TIME! ⌛️
3⃣ points for the #BlueTigers 🐯, as a @chetrisunil11 winner hands India the win over Nepal! 🙌
🇳🇵 0-1 🇮🇳
✍️ https://t.co/5FT7ytRgJF#NEPIND ⚔️ #SAFFChampionship2021 🏆 #BackTheBlue 💙 #IndianFootball ⚽ pic.twitter.com/VC9KkbNRK8
— Indian Football Team (@IndianFootball) October 10, 2021
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের খেলায় যেভাবে গতি মন্থরতা চোখে পড়েছে এদিন ভারত খেলেছে অনেক আ্ক্রমণাত্মক।
সেই তুলনায় নেপাল ভাল শুরু করেও রাশ ধরে রাখতে পারেনি। পরপর দু’টো ম্যাচ জিতে তারা বলতে গেলে ফাইনালে চলেই গিয়েছে। সেপ্টেম্বরে দু’দেশের মধ্যে একটা প্রীতি ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে ভারত জেতে।
নেপাল সেই প্রতিশোধ নিতে পারল না এদিন। ২১ বারের মধ্যে নীল জার্সিধারীরা ১৪ বার জিতেছে। নেপাল শেষবার ভারতকে হারিয়ে ছিল এই সাফ চ্যাম্পিয়নশিপে, ২০১৩ সালে গ্রুপ লিগের খেলায়।
আরও পড়ুন: জঙ্গলমহলের সন্ত্রাসের সাঁকো পেরিয়ে ময়দানের ফুরফুরে আলোয় স্ট্রাইকার সুব্রত
এই ম্যাচে নামার আগে চাপে ছিল ভারত। প্রথম ম্যাচে দশ জনের বাংলাদেশের কাছে আটকে গিয়েছিল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধেও পয়েন্ট নষ্ট করেন সুনীলরা। সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে নেপালের বিরুদ্ধে ম্যাচটা জিততেই হতো ভারতকে।
প্রথমার্ধে গোল না হওয়ায় দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৫৭ মিনিটে মনবীরের হেড বাঁচান নেপালের গোলরক্ষক। অবশেষে ৮২ মিনিটে এল সেই মাহেন্দ্রক্ষণ। বাঁ পায়ের শটে গোল করেন সুনীল। ব্র্যান্ডনের সেন্টার থেকে ফারুক চৌধুরীর হেড হয়ে বল সুনীলের কাছে এলে নেপালের এক ডিফেন্ডারকে শরীরে নিয়ে গোল করেন ভারত অধিনায়ক।
প্রথমার্ধে সহজ গোলের সুযোগ নষ্ট করেছিলেন তিনি। সুনীলের গোল স্বস্তি ফেরে কোচ স্টিম্যাশের। গোলের পর নাচতে থাকেন ভারতের কোচ।
ভাল খেলেছে ভারতীয় দল। গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে কঠিন বল ধরতে হয়নি গোটা ম্যাচে। এই ম্যাচে জয়ের ফলে ভারত টিকে রইল সাফ চ্যাম্পিয়নশিপে। লিগ টেবলে তৃতীয় স্থানে ভারত। তিন ম্যাচে ভারতের সংগ্রহ ৫ পয়েন্ট। শেষ ম্যাচেও জিততে হবে তাদের।