শেষ আপডেট: 8th March 2025 12:22
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি জাতীয় ফুটবল দলে কামব্যাক করেছেন সুনীল ছেত্রী। অনেকেই মনে করছেন, এই প্রত্যাবর্তন ভারতীয় ফুটবলের জন্য একেবারে সুখকর ছবি নয়। একজন ৪০ বছর বয়সি ফুটবলারকে যদি অবসর ভেঙে আবারও ফিরে আসতে হয়, তাহলে তার থেকে লজ্জাজনক ঘটনা আর কীই বা হতে পারে?
এটাই বাস্তব। আসলে, ভারতীয় ফুটবল দলের হেড কোচ মানোলো মার্কোয়েজের কাছে আর কোনও রাস্তাই খোলা ছিল না। ২০২৪ সালে টিম ইন্ডিয়া একটাও ম্যাচ জিততে পারেনি। এই একটা ছবিই ভারতীয় ফুটবলের দৈন্যদশা স্পষ্ট করে দেয়। এবার এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের অগ্নিপরীক্ষা ভারতের সামনে উপস্থিত। জেতা ছাড়া ভারতের সামনে আর কোনও রাস্তা খোলা নেই। বাংলাদেশ, হংকং এবং সিঙ্গাপুরের সঙ্গে একই গ্রুপে রয়েছে ভারত। গ্রুপ টেবিলে শীর্ষে থাকা দলই পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে। আর এই কঠিন সময়ে সুনীলই যে একমাত্র ত্রাতা হতে পারেন ভারতের, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন মার্কোয়েজ।
তবে এই প্রত্যাবর্তনকে একেবারে ভালভাবে গ্রহণ করতে পারছেন না ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে এই প্রত্যাবর্তন একেবারে ভাল বার্তা বহন করল না। এটা অত্যন্ত দূর্ভাগ্যজনক এবং হতাশার ছবি ফুটিয়ে তোলে। আসলে সুনীলের বিকল্প হিসেবে ভারত আর কাউকে গড়ে তুলতে পারেনি।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, '২০২৪ সালে ওই জঘন্য পারফরম্য়ান্সের পর মানোলো এবং ভারতীয় ফুটবল ফেডারেশনের উপর যে কতটা চাপ রয়েছে, সেটা আমি খুব ভাল করেই বুঝি। ভারত একটাও ম্যাচ জিততে পারেনি। কিন্তু, সুনীলের এই প্রত্যাবর্তন ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একেবারে কাম্য নয়।'
সুনীল ছেত্রী যে ভারতের অন্যতম সেরা ফুটবলার, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। ১৫১ ম্যাচে তিনি মোট ৯৪ গোল করেছেন। ভারতীয় ফুটবল দল যে সুনীলের বিকল্প কাউকে খুঁজে পেল না এটা সত্যিই দূর্ভাগ্যজনক। এই পরিস্থিতিতে ইন্ডিয়ান সুপার লিগের ভূমিকা নিয়ে অবশ্যই একটা প্রশ্ন ওঠে। আদৌ কি এত টাকা খরচ করে ভারতীয় ফুটবলের কোনও উন্নতি হচ্ছে? সেই জবাব আপনারাই দেবেন।