শেষ আপডেট: 8th June 2018 13:14
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার তখন শেষ বাঁশি বেজে গিয়েছে। ইন্টারকন্টিনেন্টাল কাপের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে গিয়েছে ভারত। সুনীলের গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তা ধরে রাখা যায়নি। চাইনিজ তাইপে, কেনিয়ার বিরুদ্ধে জয়ের পর নিউজিল্যান্ডের কাছে হারলেও ফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত সুনীল, জেজেদের। তাই মুম্বই এরিনার গ্যালারিতে হারের হাহাকার নেই। বরং রয়েছে উৎসব মুখরতা। আর সেটাই কাল হয়ে দাঁড়াল গতকাল। ম্যাচ শেষে ভারতীয় ফুটবল দল তখন ড্রেসিং রুমের পথে। সুনীল হাঁটতে হাঁটতেই গ্যালারির দিকে তাকিয়ে অভিবাদন গ্রহণ করছেন। এমন সময়ই গ্যালারি থেকে উড়ে এল জাতীয় পতাকা। সুনীলের অটোগ্রাফের জন্য জাতীয় পতাকা ছুড়ে দিয়েছেন এক দর্শক। অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যান সুনীল। তাঁর পায়ের কাছে এসে পড়ে ওই তেরঙ্গা পতাকা। নিজেই তুলতে যান। তারপর স্টেডিয়ামের এক স্টাফ ওই পতাকা মাটি থেকে তুলে নেন। বিরক্ত সুনীল হাত জোড় করে গ্যালারিকে বলার চেষ্টা করেন জাতীয় পতাকা নিয়ে এরকম না করতে। মুম্বই ফুটবল এরিনা কর্তৃপক্ষ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। দর্শকদের কাছে জাতীয় পতাকার সম্মান রক্ষার আবেদন জানিয়েছেন তাঁরা। https://www.facebook.com/letsfootballindia/videos/655343398140865/