সাই সুদর্শন
শেষ আপডেট: 10th April 2025 13:06
দ্য ওয়াল ব্যুরো: ধারাবাহিকতা দেখিয়ে আইপিএলে একের পর এক ইনিংস উপহার দিচ্ছেন সাই সুদর্শন। গুজরাত টাইনটানসের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন এই তরুণ ওপেনার। যার আরও একটি নজির ফুটে উঠল গতকাল রাতে, গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ৫৩ বলে ৮২ রান করেন সুদর্শন। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ২১৭ রানের বড় স্কোর তোলে গুজরাত।
ফের একটি হাফ সেঞ্চুরির সুবাদে আইপিএলে নতুন রেকর্ড গড়ে ফেললেন সাই সুদর্শন। একই স্টেডিয়ামে পরপর অর্ধশতরান করলেন তিনি। এর আগে কোনও ভারতীয় ক্রিকেটারের এই নজির ছিল না। গত বছর এই স্টেডিয়ামে সুদর্শন একবার অপরাজিত ৮৪ রান এবং আরেকবার শতরান করেন।
এই ইনিংস নিয়ে বলতে গিয়ে পরে গুজরাত ওপেনার বলেন, ‘পিচ শুরুর দিকে বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু যত সময় গড়ায়, ধাতস্থ হয়ে যাই। জফ্রা আর্চার দুর্দান্ত বোলিং করছিল। কিন্তু আমরা মানিয়ে নিই। উইকেট সহজ হচ্ছে দেখে আরও আগ্রাসী হয়ে উঠি।‘
যদিও ২১৭ রানের বড় স্কোর এবং শেষমেশ জয়লাভের পরেও পুরোপুরি খুশি নন সাই সুদর্শন। বলেন, ‘যেভাবে খেলছিলাম তাতে আরও ১৫ রান বেশি উঠতে পারত।‘ পাশাপাশি পেসার আর্চারকে খেলা নিয়ে তাঁর ব্যাখ্যা, ‘গত বছর আমি নর্জের মুখোমুখি হই। তাঁর গতি আরও অনেকটা বেশি ছিল। তবে জফ্রা বুদ্ধি খাটিয়ে বল করে। আজকেও স্লোয়ার করছিল, বলের গতিকে কাজে লাগাচ্ছিল।‘