শেষ আপডেট: 8th November 2023 16:33
দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠে চলতি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। প্রকৃত অর্থেই একটা টিমের মতো খেলছেন রাহুল দ্রাবিড়ের ছেলেরা। ব্যক্তি নৈপুণ্য নয়, দলগত সংহতিতেই বাজিমাত করছে ভারত। তবে এরমধ্যেই একাধিক প্লেয়ার একক দক্ষতায় কামাল দেখাচ্ছেন। বিরাট কোহলি যেমন ওয়ানডে শতরানের নিরিখে ছুঁয়ে ফেলেছেন শচীনকে। তেমনই শুভমন গিল ও মহম্মদ সিরাজ আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে উঠে এলেন। তাঁরা সিংহাসনচ্যুত করলেন পাকিস্তানের বাবর আজম ও শাহিন আফ্রিদিকে।
উল্লেখ্য, এই নিয়ে ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছলেন শুভমন গিল। এর আগে ভারত থেকে আইসিসি ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন শচীন তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। এবার সেখানে নাম জুড়ল শুভমনেরও। চলতি বিশ্বকাপে এখনও অবধি ৬টি ম্যাচে খেলেছেন গিল। তারমধ্যে ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। এদিকে, ব্যাটারদের ক্রমতালিকায় বর্তমানে চারে রয়েছেন বিরাট কোহলি। রোহিত রয়েছেন ৬ নম্বরে।
শুধু ব্যাটারদের নয়, বোলারদের ওডিআই র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে ভারতীয় বোলারদের। ৭০৯ পয়েন্ট নিয়ে আবার শীর্ষস্থান ফিরে পেয়েছেন মহম্মদ সিরাজ। এবারের বিশ্বকাপে তিনি অনবদ্য ফর্মে রয়েছেন। এছাড়াও ক্রমতালিকায় রয়েছেন আরও তিন ভারতীয় বোলার। চতুর্থ স্থানে আছেন কুলদীপ যাদব। জসপ্রীত বুমরা আছেন আট নম্বরে। আর দশ নম্বরে জায়গা পেয়েছেন মহম্মদ সামি। তবে ব্যাটার-বোলারদের ক্রমতালিকায় পরিবর্তন হলেও অলরাউন্ডারের তালিকায় এখনও শীর্ষে বাংলাদেশের অধিনায়ক সাকিব-আল-হাসান। তালিকায় দশ নম্বরে জায়গা পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।