শেষ আপডেট: 29th January 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তারকা ব্যাটার স্টিভ স্মিথ টেস্ট ফরম্যাটে সাফল্যের এক নয়া শৃঙ্গ হাসিল করলেন। ইতিমধ্যে তিনি ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ফেলেছেন। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে আপাতত স্মিথ নেতৃত্ব দিচ্ছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে আপাতত ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। এই সিরিজের প্রথম ম্যাচেই স্মিথ অনন্য কৃতিত্বটি অর্জন করেছেন। পাশাপাশি তিনি সচিন তেন্ডুলকর এবং সুনীল গাভাসকারদের মতো কিংবদন্তি ক্রিকেটারদের ক্লাবেও ইতিমধ্যে এন্ট্রি নিয়েছেন।
ভারতের বিরুদ্ধে আয়োজিত বর্ডার-গাভাসকার সিরিজের হাত ধরেই টেস্ট ক্রিকেটে হারানো ফর্ম ফিরে পেয়েছিলেন স্টিভ স্মিথ। ২০৫ ইনিংসে তিনি দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এটা সত্যিই একটি অভাবনীয় সাফল্য।
নিজের ব্যাটিং পারদর্শিতার দৌলতে স্মিথ ইতিমধ্যে বিশ্বের সেরা ব্যাটারদের তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলেছিলেন। ১০ হাজার রানের এই মাইলফলক সেই সাফল্যের মুকুটেই কার্যত আরও একটি পালক যোগ করল। পাশাপাশি বিশ্ব ক্রিকেটে তাঁর দাপট যে কতখানি, সেটাও প্রমাণ করে দিল।
অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসেবে স্টিভ স্মিথ এই কৃতিত্ব অর্জন করেছেন। ইতিপূর্বে অজি ব্যাটারদের মধ্যে এই কৃতিত্ব অর্জন করেছিলেন রিকি পন্টিং, অ্যালান বর্ডার এবং স্টিভ ওয়া। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে স্মিথের পর এই রেকর্ডের আশপাশে দাঁড়িয়ে রয়েছেন ডেভিড ওয়ার্নার।
আপাতত টেস্ট ক্রিকেটে ওয়ার্নার ৮,৭৮৬ রান করেছেন। তিনিও ১০ হাজার রানের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। যদিও ইতিমধ্যেই তিনি অবসর গ্রহণ করেছেন। ফলে এই রেকর্ড স্পর্শ করার কোনও সুযোগই তাঁর কাছে আপাতত নেই।
টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান করেছেন সচিন তেন্ডুলকর। তিনি ১৫,৯২১ রান করেছেন। টেস্ট ফরম্যাটে এই ক্রিকেট বিশ্বে সর্বাধিক রান করার তালিকায় প্রথম ১০ জনের তালিকায় নাম রয়েছে স্মিথের। তবে একমাত্র সক্রিয় ক্রিকেটার হিসেবে তিনিই রয়েছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সুনীল গাভাসকার সবার আগে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।